shono
Advertisement
Yashasvi Jaiswal

'শট মারতে পারছিস না?' কনস্টাসকে ভুল নামে ডেকে খাঁটি 'দেশি' খোঁচা যশস্বীর

স্টার্কের প্রথম ওভারে চারটি চার মেরে নয়া নজিরও গড়লেন যশস্বী।
Published By: Arpan DasPosted: 04:55 PM Jan 04, 2025Updated: 04:55 PM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইট ছুড়লে পাটকেল খেতে হবে! সেটা হাড়েহাড়ে টের পাচ্ছেন স্যাম কনস্টাস। সিডনি টেস্টের প্রথম দিনে বুমরাহর সঙ্গে ঝামেলা পাকিয়েছিলেন। এবার পালটা দেওয়া শুরু করলেন ভারতীয় ক্রিকেটাররা। কনস্টাসের ব্যাটিংয়ের সময় কটাক্ষ করলেন যশস্বী জয়সওয়াল।

Advertisement

প্রথম দিনের শেষে খোয়াজার উইকেট হারিয়ে ৯ রান ছিল অস্ট্রেলিয়ার। এদিন লাবুশেনের সঙ্গে ব্যাট করতে আসেন কনস্টাস। আর তিনি মাঠে আসতেই চাপ বাড়াতে থাকেন যশস্বীরা। মেলবোর্ন টেস্টে এক ওভারে বুমরাহকে জোড়া ছক্কা হাঁকিয়েছিলেন কনস্টাস। শুধু ব্যাট হাতে আগ্রাসী মেজাজ নয়, বারবার ঝামেলায় জড়িয়েছেন। সেটা কখনও কোহলি, তো কখনও বুমরাহ।

আর এদিন পালটা দিলেন যশস্বী। ভারতের বোলিং আক্রমণের সামনে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না কনস্টাস। তখনই অজি ব্যাটারকে উদ্দেশ্য করে যশস্বী বলেন, "আরে কী হল? এখন তো তোর ব্যাটে শটের দেখাই পাওয়া যাচ্ছে না। ওয়ে কনটাস, শট মারতে পারছিস না নাকি?" এমনকী, অজি ব্যাটারের নামও ভুল উচ্চারণ করেন যশস্বী। যা শুনে হেসে ওঠেন হিন্দি ধারভাষ্যকাররাও। তাঁরা বলে ওঠেন, এটা হল একেবারে খাঁটি 'দেশি' কটাক্ষ। 

তবে শুধু মুখে নয়, ব্যাটও চলেছে যশস্বীর। ৩৫ বলে ২২ রানে আউট হলেও নতুন নজির গড়েছেন তিনি। ভারতের ব্যাটিংয়ের প্রথম ওভারেই স্টার্ককে চারটি চার মারেন যশস্বী। ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার ইনিংসের প্রথম ওভারে চারটি চার হল। আবার প্রথম ওভারে ১৬ রান তুললেন তিনি। যে রেকর্ড শুধুমাত্র মাইকেল স্লেটার, ক্রিস গেইল ও ওসাদা ফার্নান্দোর আছে। ভারতীয়দের মধ্যে টপকে গিয়েছেন রোহিত শর্মা (১৩), বীরেন্দ্র শেহওয়াগকে (১৩)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম দিনের শেষে খোয়াজার উইকেট হারিয়ে ৯ রান ছিল অস্ট্রেলিয়ার।
  • এদিন লাবুশেনের সঙ্গে ব্যাট করতে আসেন কনস্টাস। আর তিনি মাঠে আসতেই চাপ বাড়াতে থাকেন যশস্বীরা।
  • ভারতের বোলিং আক্রমণের সামনে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না কনস্টাস।
Advertisement