shono
Advertisement
Border Gavaskar Trophy 2024-25

অ্যাডিলেডে উত্তপ্ত বাক্যবিনিময়, হেডের থেকেও সিরাজকে বেশি শাস্তি দিল আইসিসি!

কোন তারকা কী শাস্তি পেলেন?
Published By: Sulaya SinghaPosted: 05:49 PM Dec 09, 2024Updated: 07:41 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেডে অখেলোয়াড়ি আচরণের জন্য আগেই দোষী সাব্যস্ত করা হয়েছিল মহম্মদ সিরাজ এবং ট্র্যাভিস হেডকে। এবার শাস্তি ঘোষণা করল আইসিসি। যদিও এই কাণ্ডে হেডের থেকে বেশি খেসারত দিতে হল সিরাজকেই। ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয় সিরাজের (Mohammed Siraj)। অন্যদিকে আর্থিক জরিমানা না হলেও আইসিসির কোড অফ কনডাক্ট লঙ্ঘনের জন্য এক ডিমেরিট পয়েন্ট পেলেন হেড (Travis Head)।

Advertisement

ঠিক কী ঘটেছিল পিঙ্ক বল টেস্টে (Border Gavaskar Trophy 2024-25) ? ঘটনার সূত্রপাত টেস্টের দ্বিতীয় দিনে হেড আউট হওয়ার পর। সিরাজের বলে ১৪১ বলে ১৪০ রানে আউট হন হেড। তার পরই উত্তেজিত হয়ে রীতিমতো আগ্রাসী ভঙ্গিতে অজি ব্যাটারকে বাইরের পথ দেখান সিরাজ। পালটা হেডও কটূক্তি করেন। দুজনের উত্তপ্ত বাক্যবিনিময় অবশ্য খুব বেশিদূর গড়ায়নি। তবে পরে সাংবাদিক সম্মেলনে হেড দাবি করেন, তিনি কোনও খারাপ কথা বলেননি। বরং সিরাজের বলের প্রশংসাই করেছিলেন। অজি ব্যাটারের দাবি নস্যাৎ করে তৃতীয় দিনের শুরুতে সিরাজ জানান, “আমি সেলিব্রেট করছিলাম। তখনই ও আমাকে খারাপ কথা বলে। তার পর সাংবাদিক সম্মেলনে এসে যা বলল, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরিষ্কার দেখাও যাচ্ছে, হেড আমাকে কী বলেছে।”

গোটা বিষয়টিতে সতীর্থের পাশে দাঁড়ান ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আইসিসির তোপের মুখে পড়তে হয় সিরাজ ও হেডকে। আইসিসির নিয়ম লঙ্ঘনের অপরাধে দুজনের নামের পাশেই এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। সেই সঙ্গে কোড অফ কনডাক্টের আর্টিক্যাল ২.৫ লঙ্ঘন করায় ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হল সিরাজের। ভাষার প্রয়োগ, আচরণ, কোনও প্রতিক্রিয়ার জন্য প্ররোচিত করার মতো বিষয়গুলিকে মাথায় রেখেই এহেন শাস্তি দেওয়া হয়। তবে দুই তারকাই তর্কে জড়ালেও সিরাজকেই কেন বেশি শাস্তি দেওয়া হল, সে প্রশ্নও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই কাণ্ডে হেডের থেকে বেশি খেসারত দিতে হল সিরাজকেই।
  • ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয় সিরাজের।
  • অন্যদিকে আর্থিক জরিমানা না হলেও আইসিসির কোড অফ কনডাক্ট লঙ্ঘনের জন্য এক ডিমেরিট পয়েন্ট পেলেন হেড।
Advertisement