shono
Advertisement
Jasprit Bumrah

টেস্টে লাগাতার ব্যর্থ রোহিত, 'অধিনায়ক' বুমরাহর হয়ে জোরালো সওয়াল বর্ডারের

বুমরাহর বোলিংয়ের প্রশংসাতেও পঞ্চমুখ অজি কিংবদন্তি।
Published By: Arpan DasPosted: 02:37 PM Dec 21, 2024Updated: 04:07 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টে জয় পেয়েছিল ভারত। সেখানে নেতৃত্বে ছিলেন জশপ্রীত বুমরাহ। তারপর বাকি দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। অ্যাডিলেড ও ব্রিসবেনে প্রত্যাশিত জয় আসেনি। তাহলে কি বুমরাহর হাতেই ছাড়া উচিত ভারতের নেতৃত্ব? সেই বিষয়ে মুখ খুললেন অ্যালান বর্ডার।

Advertisement

'অধিনায়ক' বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ বর্ডার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "অধিনায়ক হিসেবে ও খুব ভালো কাজ করবে। পারথে ও নিজেকে যথাযথভাবে ব্যবহার করেছে। একজন নেতা হিসেবে ও যেভাবে ফিল্ডিং সাজিয়েছে, তাতে কোনও ভুল খুঁজে পাওয়া যাবে না।" এই সিরিজে এখনও পর্যন্ত ২১টি উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী।

তাই শুধু অধিনায়ক বুমরাহ নন, বোলার বুমরাহর সমকক্ষ যে এই মুহূর্তে কেউ নেই, সেটাও জানাচ্ছেন অজি কিংবদন্তি। বর্ডার বলছেন, "বুমরাহ এখন সেরা ছন্দে রয়েছে। কবজিকে ব্যবহার করে ও যেভাবে বল ছাড়ে, সেটা বাকিদের থেকে আলাদা। হাতকে এত বড় করে ব্যবহার করে যে, বল ছাড়ার সময় বাকি বোলারদের থেকে তা আলাদা হয়ে যায়। রান-আপও অন্য ধরনের। তারপর সেই কবজির মোচড়। এককথায় অনবদ্য। সব মিলিয়ে বুমরাহ এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ওকে সামলানো যে কোনও ব্যাটারের পক্ষেই মুশকিল।"

উল্লেখ্য বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে বুমরাহর নেতৃত্বে ২৯৫ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তখন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন রোহিত শর্মা। কিন্তু পরের দুটি টেস্টের মধ্যে অ্যাডিলেডে ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে ফলো অন বাঁচিয়ে ড্র করেছে ভারত। সেখানে শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুমরাহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারথ টেস্টে জয় পেয়েছিল ভারত। সেখানে নেতৃত্বে ছিলেন জশপ্রীত বুমরাহ।
  • তারপর বাকি দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। অ্যাডিলেড ও ব্রিসবেনে প্রত্যাশিত জয় আসেনি।
  • তাহলে কি বুমরাহর হাতেই ছাড়া উচিত ভারতের নেতৃত্ব? সেই বিষয়ে মুখ খুললেন অ্যালান বর্ডার।
Advertisement