shono
Advertisement
Border Gavaskar Trophy

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে টিম ইন্ডিয়া? মুখ খুললেন 'চাপমুক্ত' গম্ভীর

কেন ভারত এ দলের হয়ে খেলিয়ে প্রস্তুত করা হল না হর্ষিত রানাকে? সাফ জবাব দিলেন ভারতের কোচ।
Published By: Arpan DasPosted: 03:03 PM Nov 11, 2024Updated: 03:03 PM Nov 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম। সেই লজ্জার সঙ্গে ভারতের চিন্তা বাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও। একসময় যা হাতের মুঠোয় বলে মনে হচ্ছিল, তা ক্রমশ দূরে সরে যাচ্ছে। অঙ্কের হিসেব অনুযায়ী, বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারাতে হবে। তাহলে আর অন্য কোনও দলের দিকে তাকাতে হবে না। WTC ফাইনালে খেলতে পারবে টিম ইন্ডিয়া? কী বলছেন ভারতের কোচ গৌতম গম্ভীর?

Advertisement

২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে 'গুরু' গম্ভীর জানিয়ে গেলেন, "সত্যি কথা বলতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কী হতে চলেছে, সেসব নিয়ে আমরা ভাবতে রাজি নই। ফাইনালে খেলব কিনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সিরিজে ভালো ফল করা। যখন তুমি দেশের হয়ে খেলছ, তখন প্রতিটা সিরিজে ভালো খেলতে হবে। অতীতে যা হয়েছে ভুলে সেটাই আমাদের নজরে থাকবে। আমার মতে, দুটো ভালো দল মুখোমুখি হতে চলেছে। অবশ্যই আমরা সর্বস্ব দিয়ে সিরিজ জেতার চেষ্টা করব।"

কাজটা যে কঠিন, সেটা ভালোমতোই টের পাচ্ছেন গম্ভীর। নিউজিল্যান্ড সিরিজ হারার পর তাঁকে কোচের পদ থেকে সরানো নিয়েও চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। তা নিয়ে ভারতের কোচ বলছেন, "সোশাল মিডিয়া কি কারওর জীবনে কোনও পার্থক্য তৈরি করে? যখন আমি দায়িত্ব নিই, তখনই জানতাম কাজটা কত কঠিন এবং একই সঙ্গে সম্মানজনক। আমি কোনও চাপ নিচ্ছি না। কারণ কাজের প্রতি আমি সৎ। ড্রেসিংরুমেও অনেক শক্তধাতুর প্লেয়ার রয়েছে। ফলে আমরা দেশের জন্য লক্ষ্যপূরণের কাজ করে যাব। ভারতকে কোচিং করানো আমার কাছে সম্মানের বিষয়।"

হর্ষিত রানাকে বর্ডার গাভাসকর ট্রফির দলে রাখা হয়েছে। অথচ তাঁকে কেন ভারত এ-র ম্যাচে খেলিয়ে তৈরি করা হল না? গম্ভীরের মতে, "ও আসামের বিরুদ্ধে প্রথম শ্রেণির ম্যাচে খুব ভালো খেলেছে। আমাদের মনে হয়েছে, অস্ট্রেলিয়ায় আরও একটা প্রথম শ্রেণির ম্যাচ খেলানোর দরকার নেই। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ওকে ফিট রাখা। অস্ট্রেলিয়ায় আমাদের দীর্ঘ সময় কাটাতে হবে। পাঁচটা ম্যাচ খেলতে হবে। তাই বোলিং কোচ, ফিজিও ও ট্রেনাররা মনে করেছিলেন, হর্ষিত যথেষ্ট পরিশ্রম করেছে। সেই কারণেই ওকে ভারত এ দলে রাখা হয়নি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম। সেই লজ্জার সঙ্গে ভারতের চিন্তা বাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও।
  • একসময় যা হাতের মুঠোয় বলে মনে হচ্ছিল, তা ক্রমশ দূরে সরে যাচ্ছে।
  • অঙ্কের হিসেব অনুযায়ী, বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারাতে হবে। তাহলে আর অন্য কোনও দলের দিকে তাকাতে হবে না।
Advertisement