সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটের বদলে পাটকেল! অস্ট্রেলিয়া যদি পেস ব্যাটারিতে ভারতকে বিধ্বস্ত করে, তাহলে পালটা দেওয়ার জন্য তৈরি বুমরাহ-সিরাজও। আর শুধু উইকেট তোলাই নয়, প্রয়োজনে বিপক্ষ ব্যাটারকে 'শাসিয়ে' দিতেও পিছ পা হলেন না সিরাজ। সেই সাহসিকতার পরই সোশাল মিডিয়ায় ভেসে উঠছে 'ডিএসপি' সিরাজকে নিয়ে চর্চা।
প্রথম ইনিংসে ভারত থেমে যায় মাত্র ১৫০ রানে। কিন্তু কুছ পরোয়া নেই। মুশকিল আসান হিসেবে হাজির বুমরাহদের বোলিং লাইন আপ। ভারত অধিনায়কের সঙ্গে যোগ্য সঙ্গ দিলেন সিরাজ। তুলে নিয়েছেন মার্নাস লাবুশেন ও মিচেল মার্শের উইকেট। বল হাতে আগুন ঝড়ানোর পাশাপাশি, তাঁর দাপটে তটস্থ হয়ে থাকতে হয়েছে অজিদের।
ঠিক কী করলেন সিরাজ? তাঁর একটি বল ঠিকভাবে ডিফেন্স করতে পারেননি লাবুশেন। যাতে সেটা উইকেট গিয়ে না লাগে, তাই ব্যাট দিয়ে সরিয়েও দিতে যান অজি ব্যাটার। ততক্ষণে সেখানে উপস্থিত হয়েছেন সিরাজ। কেন বোলারকে বাধা দিয়ে ওইভাবে বল সরালেন লাবুশেন? সিরাজ তো রান আউটও করে দিতে পারতেন তাঁকে! রীতিমতো উত্তেজিত হয়ে যান ভারতের বোলার। জড়িয়ে পড়েন বচসায়। বিষয়টা আম্পায়ারকেও খতিয়ে দেখতে বলেন। এর মধ্যে চলে আসেন কোহলিও। তবে ঘটনা আর বেশি দূর এগোয়নি।
নেটদুনিয়া অবশ্য বলছে 'ডিএসপি'-র ভয়েই চুপ করে গিয়েছেন লাবুশেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই তেলেঙ্গানা পুলিশের ডিএসপি করা হয় সিরাজকে। এবার ফের উঠে এল সেই প্রসঙ্গ। সোশাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের আনাগোনা। যেমন মিচেল মার্শের আউটের উদাহরণ টেনে কেউ লিখেছেন, 'মিচ মার্শ প্রথম অস্ট্রেলীয়, যিনি ডিএসপি সিরাজের হাতে অ্যারেস্ট হলেন। ভবিষ্যতে আরও হবে।' আবার ৫২ বলে মাত্র ২ রান করা লাবুশেনের আউটের পর লেখা হয়েছে, 'টুকটুক ইনিংস খেলার অপরাধে ডিএসপি সিরাজের হাতে গ্রেপ্তার হলেন লাবুশেন'।