shono
Advertisement
Mohammed Shami

কবে অস্ট্রেলিয়া যাবেন? 'ফিট' শামির হাতেই লুকিয়ে উত্তরের চাবিকাঠি

অবিলম্বে অস্ট্রেলিয়ায় মহম্মদ শামিকে চাই, সেই ডাক দিয়ে দিয়েছেন রবি শাস্ত্রী।
Published By: Arpan DasPosted: 06:36 PM Dec 07, 2024Updated: 06:36 PM Dec 07, 2024

স্টাফ রিপোর্টার: রবি শাস্ত্রী ডাকটা দিয়ে দিয়েছেন। প্রাক্তন ভারতীয় হেড কোচ শনিবার ঘোষণা করে দিয়েছেন যে, অবিলম্বে অস্ট্রেলিয়ায় মহম্মদ শামিকে চাই। অ‌্যাডিলেড ওভালে এ দিন ধারাভাষ‌্য দেওয়ার সময় শাস্ত্রী বলে দেন, ‘‘মহম্মদ শামি যত দ্রুত অস্ট্রেলিয়ায় আসবে, ভারতীয় টিমের পক্ষে তত মঙ্গল। ও প্রচুর ঘরোয়া ক্রিকেটের ম‌্যাচ খেলছে এখন। কিন্তু অস্ট্রেলিয়ায় শামিকে দরকার ভারতের। সবাই দেখতেই পাচ্ছে, জশপ্রীত বুমরার উপর ঠিক কতটা চাপ পড়ছে। বুমরার বোলিংয়ের সময় আর বাদবাকি পেসারদের বোলিংয়ের সময় প্রতিপক্ষ ব‌্যাটারদের উপর চাপের ফারাকটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে।’’

Advertisement

শাস্ত্রী বলছেন বটে। কিন্তু এখনই শামির পক্ষে অস্ট্রেলিয়া উড়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁর যেতে-যেতে চতুর্থ টেস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম টেস্ট খেলতে পারেন শামি। সংবাদসংস্থা সূত্রের খবর, শামির কিট ইতিমধ‌্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমির পক্ষ থেকে তাঁর ফিটনেস সার্টিফিকেট আসা নাকি স্রেফ সময়ের অপেক্ষা। তবে শামি ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন, সব ঠিক আছে। কিন্তু ভারতীয় পেসার নাকি অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে নিজে বুঝে নিতে চান, কোন অবস্থায় রয়েছেন। আপাতত তিনি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের নকআউট পর্ব খেলবেন। আগামী ৯ ডিসেম্বর থেকে মুস্তাক আলির প্রি কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাবে। শামি সেখানে খেলবেন। বাংলা যদি আরও এগোয় টুর্নামেন্টে, তা হলেও তাঁকে পাওয়া যেতে পারে। আগামী ১৫ ডিসেম্বর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল। বাংলা ফাইনালে উঠলে, শামি সেখানেও খেলবেন। তার পর যদি তাঁর মনে হয়, অস্ট্রেলিয়া যাওয়ার মতো জায়গায় চলে এসেছেন, তা হলে যাবেন।

আসলে শামি ঘনিষ্ঠদের মত হল, তাঁর মধ‌্যে যে লম্বা সময় আর ক্রিকেট বেঁচে নেই, তা শামি নিজেও নাকি বুঝতে পারছেন। তাই অতিরিক্ত ঝুঁকির পথে ভারতীয় পেসার নাকি যেতে চাইছেন না। কারণ, তাতে হিতে-বিপরীত হয়ে যেতে পারে। আবার লাগলে, কেরিয়ারই সঙ্কটের মধ‌্যে পড়ে যেতে পারে। অনেকে মনে করছেন, শামি যা করছেন, ঠিক করছেন। এক বছর পর মাঠে ফিরে এসেছেন তিনি। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর। মাঝে অস্ত্রোপচার করাতে হয়েছে। দীর্ঘদিন রিহ‌্যাব করতে হয়েছে। তা ছাড়া শুধুই বর্ডার-গাভাসকর ট্রফি নয়। সামনে চ‌্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টও রয়েছে। সেখানেও শামিকে লাগবে ভারতের। তাই নিজে যদি নিজের ফিটনেস নিয়ে একশো শতাংশ নিশ্চিত থাকেন, তা হলেই হয়তো চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবি শাস্ত্রী ডাকটা দিয়ে দিয়েছেন। প্রাক্তন ভারতীয় হেড কোচ শনিবার ঘোষণা করে দিয়েছেন যে, অবিলম্বে অস্ট্রেলিয়ায় মহম্মদ শামিকে চাই।
  • শাস্ত্রী বলছেন বটে। কিন্তু এখনই শামির পক্ষে অস্ট্রেলিয়া উড়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁর যেতে-যেতে চতুর্থ টেস্ট হয়ে যাবে।
  • সেক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম টেস্ট খেলতে পারেন শামি। সংবাদসংস্থা সূত্রের খবর, শামির কিট ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।
Advertisement