shono
Advertisement
Border Gavaskar Trophy

স্মিথের সঙ্গে ফেরালেন WTC ফাইনালের স্মৃতি, কেন বারবার ভারতের 'মাথাব্যথা' হয়ে ওঠেন হেড?

মুখ খুললেন স্মিথ নিজেই।
Published By: Arpan DasPosted: 03:41 PM Dec 15, 2024Updated: 03:41 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্র্যাভিস হেড। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় 'শত্রু'। ওয়ানডে বিশ্বকাপ হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বারবার ভারত ও ট্রফির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছেন অজি ব্যাটার। বর্ডার গাভাসকর ট্রফিতেই বা মুক্তি মিলছে কোথায়? অ্যাডিলেডের পর ব্রিসবেনে সেঞ্চুরি করে গেলেন তিনি। কিন্তু কেন বারবার ভারতের 'মাথাব্যথা' হয়ে ওঠেন হেড? গাব্বায় দ্বিতীয় দিনের শেষে সেই বিষয়ে মুখ খুললেন তিনি।

Advertisement

অ্যাডিলেডে করেছিলেন ১৪০ রান। আর এদিন করে গেলেন ১৫২ রান। স্মিথের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জুড়লেন ২৪১ রান। দিনের শেষে অজিদের রান ৭ উইকেটে ৪০৭। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই দুই ব্যাটারের জুটিতে উঠেছিল ২৮৫ রান। সেবার হেড করেছিলেন ১৬৩ রান। এছাড়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে করেছিলেন ১৩৭ রান।

গাব্বায় দ্বিতীয় দিনের শেষে হেড বলে গেলেন, "আমি সব সময় স্মিথের সঙ্গে খেলা উপভোগ করি। ও যখন নিজের ছন্দে ব্যাট করে তখন আমাকে কেউ দেখেই না। উলটো দিকে স্মিথ আউট হতে চায় না। তাই আমি কিছুটা বাড়তি স্বাধীনতা পাই।" বুমরাহর কাছে উইকেট দিয়ে এলেও ভারতীয় বোলারের কৃতিত্ব স্বীকার করে নিয়েছেন হেড। তিনি বলেন, "উইকেট কীভাবে তুলতে হয়, সেটা বুমরাহ ভালোই জানে। ওর বিরুদ্ধে ব্যাট করার সময় সামনের দিকের ডিফেন্স নিয়ে সাবধানে থাকি।"

কিন্তু রোহিতদের দেখলেই কেন বারবার জ্বলে ওঠেন? সহজ উত্তর রয়েছে হেডের কাছে। তাঁর বক্তব্য, "আমরা ভারতের বিরুদ্ধে প্রায়ই খেলি। এটা ঠিক যে, ওদের বিরুদ্ধে খেলা কঠিন। জশপ্রীতের সামনে কখনও কখনও ভাগ্য সঙ্গ দেয়। ভারতীয় দলকে খুব কাছ থেকে দেখেছি। আমি ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলি না। শুধু রান পাওয়ার জন্য খেলি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্র্যাভিস হেড। সাম্প্রতিক সময়ে ভারটিয় ক্রিকেট দলের সবচেয়ে বড় 'শত্রু'।
  • ওয়ানডে বিশ্বকাপ হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বারবার ভারত ও ট্রফির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছেন অজি ব্যাটার।
  • অ্যাডিলেডের পর ব্রিসবেনে সেঞ্চুরি করে গেলেন তিনি।
Advertisement