সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হল মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। অধিকাংশ ক্রিকেটারদেরই এর আগে রিটেইন করে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিন নিলামে উঠলেন মাত্র ১৯ জন। সেখানে সবচেয়ে বেশি দাম উঠল সিমরান শাইকের। অন্যদিকে ১৬ বছর বয়সি জি কমলিনী পেলেন ১.৬ কোটি টাকা। যে এদিনই পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জয় এনে দিল।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে ভারতের মেয়েরা। সেখানে ২৯ বলে ৪৪ রান করেন কমলিনী। তামিলনাড়ুর এই ক্রিকেটারকে ১.৬ কোটি টাকায় কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে সিমরান শাইকের। গুজরাট জায়ান্টস তাঁকে কিনেছে ১.৯ কোটি টাকায়। গুজরাট দিয়ান্দ্রা ডটিনকে কিনেছে ১.৭ কোটি টাকা টাকায়। কিন্তু 'আনসোল্ড' থেকে গিয়েছেন তারকা অলরাউন্ডার স্নেহ রানা।
এদিনের নিলামে নিজেদের দলের হয়ে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। নভেম্বরের প্রথম সপ্তাহেই WPL-র রিটেনশন তালিকা প্রকাশিত হয়েছিল। তাতে অবশ্য বিরাট কোনও চমক ছিল না। অধিকাংশ দলই তাদের বেশিরভাগ প্লেয়ারদের ধরে রেখেছিল। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাও তাঁদের ফ্র্যাঞ্চাইজিতেই থাকছেন।
গতবার WPL চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুরুষরা এখনও আইপিএল জিততে না পারলেও, সেই অসাধ্যসাধন করেছেন স্মৃতি মন্ধানারা। ফলে মূল দলটাকেই তারা ধরে রেখেছে। অধিনায়ক স্মৃতিও পুরনো দায়িত্বেই থাকছেন। এছাড়াও থাকছেন এলিসে পেরি, রিচা ঘোষ, সোফি ডিভাইনরা। অন্যদিকে হরমনপ্রীত কৌর থাকছেন মুম্বই ইন্ডিয়ান্সেই। তাদের দলও যথেষ্ট তারকাখচিত। ভারত অধিনায়ক ছাড়া আমেলিয়া কের, পূজা বস্ত্রাকার, যস্তিকা ভাটিয়ারাও মুম্বইয়েই থাকছেন। মুম্বইয়ের হাতে ছিল ২.৬৫ কোটি টাকা। তারা চারজনকে কিনেছে।
গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালসের হাতে অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রদ্রিগেজ, মেগ ল্যানিং, রাধা যাদব, শেফালি বর্মার মতো তারকাদের রিটেন করার পরও ২.৫ কোটি টাকা ছিল। তারাও কিনেছে ৪জনকে।
ইউপি ওয়ারিয়ার্জের অধিনায়ক থাকছেন অজি তারকা অ্যালিসা হিলি। তাদের কাছে এখনও ৩.৯ কোটি টাকা ছিল। গুজরাট জায়ান্টস রিটেন করেছে অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, দয়ালান হেমলতা, হারলিন দেওলদের। সবচেয়ে বেশি টাকা ছিল তাদের হাতেই। তারা তুলে নিয়েছে ৬জনকে।