সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত থামল যশস্বী জয়সওয়ালের অদম্য লড়াই। ৮৪ রান করে ফিরে গেলেন তিনি। কামিন্সের বলে ক্যাচ ধরেন অ্যালেক্স ক্যারি। যদিও সেটা নিয়ে বিতর্কও রয়েছে। মাঠের আম্পায়ার আউট না দিলেও থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু স্নিকোমিটারে কিছুই ধরা পড়েনি। কিন্তু কীভাবে বাংলাদেশি থার্ড আম্পায়ার আউট দিলেন, তা নিয়ে রীতিমতো ক্রুদ্ধ সুনীল গাভাসকর, ইরফান পাঠানরা। যশস্বী আউট হতেই ভারতের সপ্তম উইকেটের পতন ঘটে। ম্যাচ বাঁচানোর জন্য লড়ছেন ওয়াশিংটন সুন্দররা।
কিন্তু সত্যিই কি আউট ছিলেন যশস্বী? তা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। প্যাট কামিন্সের বাউন্সার চালিয়ে খেলতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার। তা মিস করলে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। কিন্তু মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। রিভিউ নিতে বিন্দুমাত্র দেরি করেননি অজি অধিনায়ক। আর সেখানেই শুরু হয় বিতর্ক।
দীর্ঘক্ষণ রিভিউতে এটা পরিষ্কার যে ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ ঘটেনি। স্নিকোমিটারে বারবার করে দেখেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। সেখানে তাঁর মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে। আউট দিয়ে দেন তিনি। আর এখানেই প্রশ্ন। মাঠের আম্পায়ার যেখানে আউট দেননি এবং সিদ্ধান্ত যখন বিতর্কিত, তখন সিদ্ধান্ত ব্যাটারের পক্ষেই যাওয়া উচিত। কিন্তু কার্যক্ষেত্রে আউট দিলেন বাংলাদেশের আম্পায়ার।