সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা। কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার এমার্জিং দলের খেলায় যা ঘটল, তাতে 'ভদ্রলোকের খেলা'টি কালিমালিপ্ত হয়। মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে দুই দলের মধ্যে টেস্ট ম্যাচ। সেই ম্যাচেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
ঠিক কী ঘটেছে? টেস্টের প্রথমদিন নির্বিঘ্নেই কাটে। কিন্তু দ্বিতীয় দিনেই ঘটে বিপত্তি। বাংলাদেশের ইনিংসের ১০৪তম ওভারের ঘটনা। প্রোটিয়া বোলার শেপো এনতুলির ওভারের প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান ন'নম্বরে নামা রিপন মণ্ডল। আর তাতেই বেজায় খেপে যান দক্ষিণ আফ্রিকার এই অফ স্পিনার।
আসলে টেল এন্ডে নামা ব্যাটার এমন সজোরে ছক্কা হাঁকাবেন, তা মন থেকে মেনে নিতে পারেননি দক্ষিণ আফ্রিকান স্পিনার। এরপর রীতিমতো মেজাজ হারিয়ে তিনি রিপনের দিকে এগিয়ে প্রথমে তাঁকে ধাক্কা দেন। হাত দিয়ে ওই স্পিনারকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রিপনও। কিন্তু দমানো যায়নি ২৯ বছরের প্রোটিয়া স্পিনারকে। তিনি একেবারে রণংদেহী মেজাজে কষিয়ে চড় মারেন রিপনকে। আম্পায়াররা মধ্যস্থতা করলেও বিষয়টির সহজে নিষ্পত্তি হয়নি। দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারও ছুটে এসে বাংলাদেশি ব্যাটারকে থ্রেট করতে থাকেন।
এমন ঘটনার ভিডিও দ্রুত সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক নেট নাগরিক লেখেন, 'এ তো দেখছি রীতিমতো বক্সিং বা WWE চলছে। আইসিসি'র নজর দেওয়া উচিত।' আরেকজনের কথায়, 'এই ধরনের আচরণ সব সময় ক্ষমার অযোগ্য।' উল্লেখ্য, এমন অশোভনীয় ঘটনায় রেগে কাঁই ম্যাচ রেফারি সেলিম শাহেদ। শাস্তি পেতে পারেন দুই ক্রিকেটারই বলে জানা গিয়েছে।
