shono
Advertisement

Breaking News

T20 World Cup 2026

ইডেনে ১০০ টাকা থেকে শুরু বিশ্বকাপের গ্রুপ পর্বের টিকিট, সেমিফাইনাল দেখার খরচ কত?

ইডেনে বিশ্বকাপের ম্যাচগুলির টিকিটের মূল্য ঘোষণা করেছে সিএবি।
Published By: Subhajit MandalPosted: 12:54 PM Dec 18, 2025Updated: 02:08 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলের দরে ফলের রস! ইডেনে মাত্র ১০০ টাকায় দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। সুপার এইট এবং সম্ভাব্য সেমিফাইনালের ম্যাচ দেখতে অবশ্য একটু বেশি গাঁটের কড়ি খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের। যদিও সেটাও আয়ত্তের বাইরে নয়।

Advertisement

আগামী বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে (হাইব্রিড ফর্মুলা মেনে) শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। ৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মেগা টুর্নামেন্টের সূচি ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের বিশ্বকাপের যে সূচি ঘোষিত হয়েছে তাতে ইডেনের ভাগ্য তেমন সুপ্রসন্ন নয়। গ্রুপ পর্বে যে খেলাগুলি ইডেনে রাখা হয়েছে, সেগুলির মধ্যে ভারতের ম্যাচ একটাও নেই। একটি সেমিফাইনাল ইডেনে হওয়ার কথা, কিন্তু সেটাও শর্তসাপেক্ষ এবং ভারতের কোনওভাবেই নয়। যাই হোক, বিশ্বকাপের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচের স্বাদ মাত্র ১০০ টাকায় পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

ইডেনে বিশ্বকাপের সূচি:
৭ ফেব্রুয়ারি: দুপুর ৩টে, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ
৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, বাংলাদেশ বনাম ইটালি
১৪ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম বাংলাদেশ
১৬ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম ইটালি
১৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি

সুপার এইট: ১ মার্চ: সন্ধে ৭টা (X1 বনাম X3)
সেমিফাইনাল: 8 মার্চ: সন্ধে ৭টা (শ্রীলঙ্কা না উঠলে)

ইডেনে বিশ্বকাপের ম্যাচগুলির টিকিটের মূল্য ঘোষণা করেছে সিএবি। গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইটালি, ইংল্যান্ড বনাম ইটালি এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি ম্যাচের টিকিট শুরু ১০০ টাকা থেকে। ২০০, ১০০০ টাকাতেও টিকিট রয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪,০০০ টাকা। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম তুলনায় বেশি। সর্বনিম্ন টিকিটের দাম ৩০০ টাকা। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৫০০০ টাকা।

সুপার এইট এবং সেমিফাইনাল দেখতে হলে অবশ্য খানিকটা বাড়তি টাকা খসবে। এর মধ্যে সুপার এইটের ম্যাচটি ভারতের খেলার সম্ভাবনা রয়েছে। ওই দুই ম্যাচর টিকিটের দাম শুরু ৯০০ টাকা থেকে। প্রিমিয়াম বি অর্থাৎ সর্বোচ্চ টিকিটের দাম ১০ হাজার টাকা। এর মাঝে ১৫০০, ২৫০০ এবং ৩০০০ এর টিকিট রয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেনে মাত্র ১০০ টাকায় দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ।
  • সুপার এইট এবং সম্ভাব্য সেমিফাইনালের ম্যাচ দেখতে অবশ্য একটু বেশি গাঁটের কড়ি খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
  • যদিও সেটাও আয়ত্তের বাইরে নয়।
Advertisement