shono
Advertisement
Richa Ghosh

সোনার ব্যাট দিয়ে রিচাকে সংবর্ধনা সিএবি'র, শনিবারের অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রীও

অনুষ্ঠানে থাকবেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
Published By: Anwesha AdhikaryPosted: 09:58 AM Nov 07, 2025Updated: 02:01 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। এবার ঘরে ফিরছেন বঙ্গকন্যা। তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যেই উৎসবের মাতোয়ারা গোটা শিলিগুড়ি। শুক্রবার নিজের শহরে পা রেখেই একাধিক সংবর্ধনা পাবেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার। পরের দিন অর্থাৎ শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি।

Advertisement

আগেই জানা গিয়েছিল, সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসাবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবি-র। এর আগে রাজ্য দল থেকে অবসর নেওয়ার সময় মনোজ তিওয়ারিকেও এমন উপহার দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেটের আর এক নক্ষত্র ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট রিচাকে তুলে দেওয়া হতে পারে। রিচাকে যে সোনার ব্যাট দেওয়া হবে, সেখানে সই থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে সংবর্ধনা অনুষ্ঠানে। শনিবার সিএবির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। অনুষ্ঠানে থাকবেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

শুক্রবার শিলিগুড়ি ফিরছেন রিচা। বাগডোগরা বিমানবন্দরে নামবেন বিশ্বজয়ী। তাঁকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করছে স্থানীয় প্রশাসন। জাতীয় পতাকা লাগিয়ে হুডখোলা জিপে বিমানবন্দর থেকে বিশ্বজয়ীকে বাড়িতে আনবেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা। বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ি পৌরসভাও।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্য পুলিশে চাকরি দেওয়ার একটা প্রস্তাব এসেছে। কী চাকরি, কী পদ, সেটা এখনও জানা নেই। এই প্রস্তাব রিচা গ্রহণ করবেন কিনা তা জানা নেই এখনও। তবে ছোটবেলা থেকেই সেনা ও পুলিশে আগ্রহী ছিলেন আগ্রাসী ব্যাটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগেই জানা গিয়েছিল, সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসাবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবি-র।
  • শুক্রবার শিলিগুড়ি ফিরছেন রিচা। বাগডোগরা বিমানবন্দরে নামবেন বিশ্বজয়ী। তাঁকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করছে স্থানীয় প্রশাসন।
  • ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।
Advertisement