সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দক্ষিণ আফ্রিকার ভাগ্য বদলাল না। নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হল ডেভিড মিলারদের। তাঁর নিজের সেঞ্চুরি কোনও কাজে লাগল না। সেমিতে হেরে মিলারের বক্তব্য, এভাবে অকারণ দুবাই যাত্রা আদর্শ নয়। অন্যদিকে কিউয়ি তারকা কেন উইলিয়ামসন মনে করছেন, ফাইনালে ভারত কোনও বাড়তি সুবিধা পাবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলছে দুবাইয়ে। সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছেন রোহিত শর্মারা। অন্য সেমিফাইনালে নিউজিল্যান্ড হারায় দক্ষিণ আফ্রিকাকে। সেই ম্যাচটি অবশ্য হয় পাকিস্তানেই। কিন্তু সেমিতে ভারতের প্রতিপক্ষ কে হবে, সেটা নির্ধারিত হওয়ার আগে পর্যন্ত প্রোটিয়াদেরও দুবাই যেতে হয়েছিল। পরে শেষ চারে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় পাকিস্তানে ফিরে আসেন মিলাররা।
আর তাতেই বেজায় চটেছেন প্রোটিয় তারকা। ম্যাচের পর তিনি বলেন, "হতে পারে মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটের বিমানযাত্রা। কিন্তু সেটাও তো হওয়া উচিত নয়। কখনও ম্যাচ শেষ হওয়ার পরদিন ভোরে বেরিয়ে যেতে হচ্ছে। আবার ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় ফিরে এলাম। এমন নয় যে, পাঁচ ঘণ্টা সফর করতে হল। আমাদের কাছে তরতাজা হওয়ার সময় ছিল। কিন্তু তাতেও এটা ঠিক নয়।"
অন্যদিকে সেমিতে সেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসনও। দুবাইয়ের পরিস্থিতি নিয়ে অবশ্য তাঁর কোনও মাথাব্যথা নেই। বরং তিনি বলছেন, "ভারত দুবাইয়ে খেলুক না। আমরা ওসব নিয়ে ভাবছি না। আমরা শুধু ম্যাচ নিয়ে ভাবছি। আমরা ভারতের কাছে এখানে হেরেছি। ফলে সেখান থেকে শেখার আছে। ফাইনালের আগে দু-তিন দিন সময় আছে। আমরা সেটার জন্য তৈরি হচ্ছি।"
