সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে। স্ত্রীর সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন সোশাল মিডিয়া থেকে। ইনস্টাগ্রামে স্ত্রীকে আনফলো পর্যন্ত করে দিয়েছেন। যুজবেন্দ্র চাহালের এহেন কর্মকাণ্ডের নেপথ্যে কি কোনও রহস্যময়ীর ভূমিকা রয়েছে? জাতীয় দলের স্পিনারের একটি ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় জোর চর্চা।
গত বছর থেকেই ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। চাহাল নিজের সোশাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘নতুন জীবনের সূচনা হচ্ছে।’ যদিও তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তারকা স্পিনার। কিন্তু এই ঘটনার পরই স্বামীর পদবি নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছিলেন ধনশ্রী। দিনকয়েক আগে ফের মাথাচাড়া দিয়ে ওঠে বিচ্ছেদের জল্পনা। কারণ সোশাল মিডিয়া থেকে ধনশ্রীর সমস্ত ছবিই নাকি সরিয়ে ফেলেছেন ভারতীয় স্পিনার! ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন তারকা দম্পতি।
এহেন পরিস্থিতিতে দম্পতির ঘনিষ্ঠমহলের দাবি, গুঞ্জন নয়। সত্যিই নাকি বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর জানা গিয়েছে, দুজনই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের জল্পনা প্রকাশ্যে আসতেই চর্চা হচ্ছে শ্রেয়স আইয়ারের নাম নিয়েও। ধনশ্রীর সঙ্গে তাঁর রসায়ন নিয়ে বরবারই জল্পনা হয়েছে। বিচ্ছেদের নেপথ্যে তারকা ব্যাটারের হাত রয়েছে কিনা সেই নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়।
বিচ্ছেদ নিয়ে জল্পনার মধ্যেই এক রহস্যময়ীর সঙ্গে ফ্রেমবন্দি হলেন তারকা স্পিনার। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলার সঙ্গে হাঁটছেন চাহাল। ক্যামেরা থেকে বাঁচতে হাত দিয়ে মুখ ঢেকে নিতেও দেখা যায় তাঁকে। যদিও ওই তরুণীর পরিচয় জানা যায়নি। তবে নেটদুনিয়ায় তুমুল জল্পনা, চাহাল-ধনশ্রীর বিচ্ছেদে অনুঘটক হতে পারেন এই রহস্যময়ী। আবার অনেকের মতে, নিজের খ্যাতি বাড়াতে চাহালকে বিয়ে করেছিলেন ধনশ্রী। তাই অন্য কারও সঙ্গেই জীবন কাটানো উচিত তারকা স্পিনারের।
এসব গুঞ্জনের মধ্যেই আবার একটি চাহালের স্টোরি নিয়ে শোরগোল পড়েছে। তিনি লিখেছেন, হাজারো শব্দের ভিড়ে নীরবতার সুরই সবচেয়ে ভালোভাবে শোনা যায়।