shono
Advertisement
Champions Trophy

দুই বিশ্বকাপে ভারতের পাক-বধের 'পরিচালক'! চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে সেই 'পয়া' আম্পায়ারই

গত বছর টি-২০ বিশ্বকাপ ফাইনালেও ছিলেন তিনি।
Published By: Arpan DasPosted: 10:40 AM Feb 11, 2025Updated: 11:28 AM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক মহারণে আম্পায়ার কারা থাকবেন? জানিয়ে দিল আইসিসি। এমনিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বরাবরই ভালো। এবার যে দুজন মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন, তাঁদের একজনের নাম দেখে খুশি হতে পারেন দেশের ক্রিকেট ভক্তরা।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির মহা মোকাবিলায় আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। সোমবারই সেই খবর জানিয়ে দিয়েছে আইসিসি। দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারির লড়াইয়ে টিভি আম্পায়ার থাকবেন মাইকেল গঘ। অন্যদিকে চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন। এছাড়া ২০ ফেব্রুয়ারির বাংলাদেশের ম্যাচে রেইফেল ও হোল্ডস্টক মাঠের আম্পায়ার থাকবেন।

তবে যত নজর ভারত-পাক ম্যাচেই। সেখানে দায়িত্বে আছেন রিচার্ড ইলিংওয়ার্থ। যিনি গত বছর টি-২০ বিশ্বকাপ, ২০২৩-এ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আম্পায়ার ছিলেন। আর দুটি ক্ষেত্রেই জয়লাভ করে ভারত। এমনকী টি-২০ বিশ্বকাপ ফাইনালেও ছিলেন তিনি। তবে অনেকে আবার মনে করাচ্ছেন ২০২৩-র বিশ্বকাপ ফাইনালের কথা। সেখানে ইলিংওয়ার্থ থাকলেও ম্যাচ হেরেছিল ভারত। তবে অনেকে আবার পালটা যুক্তি দিচ্ছেন, সেই ম্যাচে তো 'অপয়া' রিচার্ড কেটেলবরোও ছিলেন।

উল্লেখ্য, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ভারতীয় ম্যাচ রেফারি বা আম্পায়ার নেই। আইসিসি টুর্নামেন্টে ভারতের দুজন ম্যাচ আধিকারিকের নাম ছিল। আম্পায়ার হিসেবে ছিলেন নীতীন মেনন ও ম্যাচ রেফারি হিসেবে ছিলেন জাভাগল শ্রীনাথ। ব্যক্তিগত কারণে পাকিস্তানে গিয়ে আম্পায়ারিং করা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীতীন। অন্যদিকে জাভাগল শ্রীনাথও ‘ছুটি’ নিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক মহারণে আম্পায়ার কারা থাকবেন? জানিয়ে দিল আইসিসি।
  • এমনিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বরাবরই ভালো।
  • এবার দুজন মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন, তাঁদের একজনের নাম দেখে খুশি হতে পারেন দেশের ক্রিকেট ভক্তরা।
Advertisement