সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) হবে, আর সেখানে আজব কাণ্ড ঘটবে না তা কি হয়? লিগ শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালস দলের মালিকানা ছেড়ে দিয়ে ট্রায়াঙ্গুল সার্ভিস নামের সংস্থা শিরোনামে এসেছিল। আর এবার শিরোনামে নোয়াখালি এক্সপ্রেস। সেই দলের দলের হেডকোচ রেগেমেগে অটোয় চড়ে অনুশীলন শেষ হওয়ার আগেই চম্পট দিলেন।
কেন এমন কাজ করলেন নোয়াখালি এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ? ঘটনা হল, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে অনুশীলন চলছিল। তবে দলের সঙ্গে প্র্যাকটিসে নামার কিছুক্ষণের মধ্যে মাঠ ছাড়তে দেখা যায় খালেদকে। তাঁর সঙ্গে ছিলেন দলের বোলিং কোচ তালহা জুবেইর। এমনকী মাঠ ছেড়ে বেরনোর সময় খালদকে দেখা যায় ফোনে উচ্চস্বরে কথা বলতে।
তাঁর অভিযোগ ছিল, অনুশীলনে পর্যাপ্ত বল ছিল না। সেই কারণে প্রচণ্ড উত্তেজিত হয়ে মাঠ থেকে বেরিয়ে অটোয় চেপে মাঠ ছাড়েন তাঁরা। এতটাই রেগে গিয়েছিলেন যে, মাঠ ছাড়ার পর সাংবাদিকদের তিনি বলেন, "আর কোনও দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করব না। আগে কখনও এমন পরিস্থিতি দেখিনি।" তালহা বলেন, "মাহমুদ ভাই কী করবেন জানি না। তবে আমিও আর কাজ করতে চাই না।" এরপরেই অটোয় চেপে হনহন করে বেরিয়ে যান দু'জন।
তবে 'প্রথম আলো' সূত্রে জানা গিয়েছে, মাহমুদের সঙ্গে নোয়াখালি এক্সপ্রেস টিম ম্যানেজমেন্টের 'ভুল বোঝাবুঝি'র অবসান হয়েছে। রাগ করে হোটেলে চলে গেলেও আবারও অনুশীলনে যোগ দিয়েছেন তাঁরা। এমনকী নোয়াখালি এক্সপ্রেসের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনেও উপস্থিত ছিলেন মাহমুদ। 'মুহূর্তের উত্তেজনা'য় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দলের মালিকরা তাঁর পাশে দাঁড়ানোয় ধন্যবাদও জানিয়েছেন তিনি।
