shono
Advertisement
Cheteshwar Pujara's Brother-In-Law Dies

ধর্ষণের অভিযোগ উঠতেই মানসিক অবসাদ, সম্মানহানির জেরে 'আত্মঘাতী' পূজারার শ্যালক?

বুধবার সকালে প্রাক্তন ক্রিকেটারের শ্যালকের দেহ উদ্ধার হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 09:55 AM Nov 27, 2025Updated: 01:26 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর দুঃসংবাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন ক্রিকেটারের শ্যালক জিত পাবরি (Cheteshwar Pujara's Brother-In-Law Dies)। অন্তত তাঁর পরিবারের সদস্যদের তেমনটাই দাবি। বুধবার সকালে জিতের মৃত্যু সংবাদ আসে। তখনও পূজারা ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন। জিতের আত্মহত্যার নেপথ্যে একটি ধর্ষণের অভিযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে রাজকোটে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা শব্দ শুনে তড়ঘড়ি জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। পরিবারের সদস্যরাও বিধ্বস্ত। সেভাবে তাঁদের সঙ্গেও কথা বলতে পারেননি মালব্যনগর থানার পুলিশ আধিকারিকরা। তবে আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে।

কেন আত্মহত্যা করলেন পূজারার শ্যালক? তদন্তে নেমে বিস্ফোরক তথ্য এসেছে পুলিশের কাছে। জানা গিয়েছে ঠিক এক বছর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর জিত পাবরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁরই প্রাক্তন বাগদত্তা। অভিযোগ, বাগদান হওয়ার পর জিত তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে পাবারি বিনা কারণে বাগদান ভেঙে দেন। প্রাক্তন বাগদত্তা মারধরেরও অভিযোগ আনেন। এমনকী পুজারার নাম নিয়ে ওই মহিলাকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে বাগরির বিরুদ্ধে। সেই মামলায় আগাম জামিন পেলেও বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন জিত। সেই আইনি জটিলতা এবং সম্মানহানির জেরে পুজারার শ্যালক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।

যদিও অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে জিত আমদানি-রফতানির ব্যবসা করতেন। যদিও তাঁর ব্যবসায় লোকসান বা আর্থিক অনটনের কোনও সম্ভাবনা পুলিশ এখনও দেখছে না। তবে আত্মহত্যার কারণ এখনও নিশ্চিত করে জানায়নি পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘোর দুঃসংবাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে।
  • গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন ক্রিকেটারের শ্যালক জিত পাবরি।
  • অন্তত তাঁর পরিবারের সদস্যদের তেমনটাই দাবি।
Advertisement