সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2025) প্রথম ম্যাচে কেকেআরকে গুঁড়িয়ে দিয়েছে আরসিবি। তবে সেই ম্যাচে বিতর্ক বাঁধল সুনীল নারিনকে (Sunil Narine) নিয়ে। ২৬ বলে ৪৪ রান করেছেন তিনি। কিন্তু কেকেআর তারকা কি অনেক আগেই আউট ছিলেন? একটি ভিডিও ভাইরাল হতেই মাথাচাড়া দিয়েছে নতুন বিতর্ক।

শনিবার ইডেনে শুরু হয়েছে ১৮ তম আইপিএল। সেই ম্যাচে মুখোমুখি হয় কেকেআর এবং আরসিবি (KKR Vs RCB)। টসে হেরে ব্যাট করতে নামে নাইটরা। ওপেন করতে নামেন সুনীল নারিন। বিতর্কের সূত্রপাত ম্যাচের সপ্তম ওভারে। বল করতে আসেন প্রাক্তন নাইট রশিক সালাম। ওভারের তৃতীয় ডেলিভারি হওয়ার পরেই দেখা যায়, উইকেট থেকে বেল পড়ে গিয়েছে। আলোও জ্বলতে থাকে উইকেটে।
সেই দেখেই প্রশ্ন করেন বিরাট কোহলি। আউটফিল্ড থেকেই উইকেটকিপার জিতেশ শর্মাকে জিজ্ঞাসা করেন, উইকেট থেকে বেল পড়ল কী করে? জিতেশের জবাব, তিনি বলের দিকে লক্ষ্য রেখেছিলেন। তাই বেল পড়ার বিষয়টি খেয়াল করেননি। এই কথোপকথনের পরেই দোনোমোনো করে হিট উইকেট আউটের আবেদন জানান আরসিবি অধিনায়ক রজত পাতিদার। তবে আম্পায়ার গুরুত্ব দেননি। শেষ পর্যন্ত ঝোড়ো ইনিংস খেলে রশিকের বলেই আউট হয়ে যান নারিন।
ম্যাচের পর থেকেই প্রশ্ন উঠছে, নারিন কি আসলে সপ্তম ওভারেই আউট ছিলেন? আরসিবির তরফে যথাযথভাবে হিট উইকেটের আবেদন করা হয়নি বলেই কি বেঁচে গেলেন নারিন? তবে ক্রিকেটের রুলবুক অনুযায়ী, আউট ছিলেন না ক্যারিবিয় তারকা। নিয়ম বলছে, বলটি যদি অন প্লে থাকে এবং ব্যাটার শট মারতে গিয়ে বা রান নিতে গিয়ে উইকেটে আঘাত করেন, তাহলেই হিট উইকেট আউট দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে বলটি আউট অফ প্লে হয়ে গিয়েছিল। ফলে নারিনকে আউট দেওয়া যায় না।