সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব কাণ্ড দক্ষিণ আফ্রিকার ম্যাচে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেন দলের ফিল্ডিং কোচ। কী এমন ঘটল দুদলের ম্যাচে?
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় টুর্নামেন্ট ম্যাচ খেলছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সেখানে ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। ম্যাচে অবশ্য সহজেই জেতে নিউজিল্যান্ড। ম্যাচের বয়স তখন ৩৭ ওভার। ব্যাট করছে নিউজিল্যান্ড। হঠাৎ দেখা যায় দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ ওয়ান্ডিলে গাভু ফিল্ডিং করতে নামছেন।
কিন্তু কেন এই পরিস্থিতি? আসলে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের জন্য তারকাদের আনতে পারেনি প্রোটিয়ারা। এই দলে আছেন মাত্র ১২ জন ক্রিকেটার। তার মধ্যে ম্যাচ চলাকালীন চোট পান একজন। অগত্যা গাভুকেই নামতে হয় ফিল্ডিং করতে। ক্যামেরা যখন তাঁকে মাঠে দেখায়, তখন অনেকেই বুঝে উঠতে পারেননি ঠিক কী ঘটছে! বেশ কিছুক্ষণ ফিল্ডিং করার পর অবশ্য বিকল্প ক্রিকেটার মাঠে নামেন প্রোটিয়াদের হয়ে।
পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৩০৪ রান তোলে। অভিষেকেই ১৫০ রান করে বিশ্বরেকর্ড করেন ম্যাথু ব্রিটজকে। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩০৮ রান করে কিউয়িরা। ১৩৩ রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। যার সাহায্যে ওয়ানডেতে ৭০০০ রান হয়ে গেল তাঁর। দ্রুততম হিসেবে এই কৃতিত্ব অর্জনে বিরাট কোহলিকে টপকে গেলেন উইলিয়ামসন।
