shono
Advertisement
Sanju Samson

সঞ্জুর জন্মদিনে বিশেষ পোস্ট সিএসকে'র, রাজস্থান ছাড়ার জল্পনায় সিলমোহর?

সঞ্জুকে নিয়ে কী লিখল চেন্নাই সুপার কিংস?
Published By: Arpan DasPosted: 01:28 PM Nov 11, 2025Updated: 01:55 PM Nov 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জু স্যামসনের কি চেন্নাই সুপার কিংসে যাওয়া পুরোপুরি পাকা? কারণ সিএসকে'র তরফ থেকে সোশাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে, তা যেন জল্পনার আগুনে ঘি ঢালল। রাজস্থান রয়্যালসের অধিনায়কের সঙ্গে চেন্নাইয়ের ট্রেড ডিল নিয়ে চর্চা বহুদিন ধরেই। এর মধ্যে সঞ্জুর জন্মদিনে আচমকাই বিশেষ পোস্ট সিএসকে'র।

Advertisement

মঙ্গলবার ৩০ বছরে পা দিলেন সঞ্জু। জন্মদিনে তাঁকে নিয়ে পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। খুব স্বাভাবিক সেটা। সেখানে রাজস্থানের তরফ থেকে লেখা হয়েছে, 'হ্যাপি বার্থডে চেত্তা।' কিন্তু তা বলে চেন্নাই সুপার কিংস? সঞ্জু কোনও দিন সিএসকে'তে খেলেননি। তামিলনাড়ুর বাসিন্দাও নন। সবচেয়ে বড় কথা, অন্য দলের কোনও প্লেয়ারকে নিয়ে পোস্টও করে না চেন্নাই। সেখানে ভারতের জার্সিতে সঞ্জুর ছবি দিয়ে সিএসকে'র তরফ থেকে লেখা হয়েছে, 'আরও শক্তিশালী হও। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।'

তারপর খুব স্বাভাবিকভাবেই জল্পনা কয়েকগুণ বেড়ে গিয়েছে। ১৫ নভেম্বর আইপিএলের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষদিন। শোনা গিয়েছিল, সিএসকে সঞ্জুকে পাওয়ার জন্য মরিয়া। রবীন্দ্র জাদেজা কিংবা আরও দুই তারকার বদলে সঞ্জুকে চাইছে সিএসকে। যেহেতু দুই ক্রিকেটারকেই গত আইপিএল নিলামের আগে ১৮ কোটি টাকায় রিটেন করা হয়েছিল, ফলে আর্থিকভাবেও কোনও দলের সমস্যা হবে না। সিএসকে’তেও একজন উইকেটকিপার-ব্যাটারের প্রয়োজন, যিনি মহেন্দ্র সিং ধোনির অভাব পূরণ করতে পারেন।

অন্যদিকে সঞ্জুকে নিয়ে জল্পনা রয়েছে, তিনি নিজেই রাজস্থান ছাড়তে চান। শোনা যাচ্ছে, সঞ্জুর পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নয় রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। তাছাড়া দলে অধিনায়ক হওয়ার মতো একাধিক তারকা উঠে এসেছেন। বিশেষে করে নিয়মিত জাতীয় দলে খেলা যশস্বী জয়সওয়াল অধিনায়ক হওয়ার প্রবল দাবিদার। সম্ভবত পরের মরশুম থেকে যশস্বীকেই অধিনায়ক করতে চায় রাজস্থান। তাই সঞ্জু নিজে থেকে সরে যেতে চাইছেন। সবটাই অবশ্য জল্পনা। কিন্তু সিএসকে'র পোস্টে সেটা যেন সত্যি হয়ে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সঞ্জু স্যামসনের কি চেন্নাই সুপার কিংসে যাওয়া পুরোপুরি পাকা?
  • কারণ সিএসকে'র তরফ থেকে সোশাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে, তা যেন জল্পনার আগুনে ঘি ঢালল।
  • রাজস্থান রয়্যালসের অধিনায়কের সঙ্গে চেন্নাইয়ের ট্রেড ডিল নিয়ে চর্চা বহুদিন ধরেই।
Advertisement