সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছরের ট্রফিখরা কাটিয়ে গত মরশুমে সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা। এবার ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামছেন সঞ্জয় সেনে ছাত্ররা। বৃহস্পতিবার ঘোষণা হয়েছে ৭৯তম সন্তোষ ট্রফির দিনক্ষণ। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। তবে ফাইনাল রাউন্ড খেলা হবে আগামী বছর জানুয়ারি মাসে। ফাইনাল রাউন্ড আয়োজিত হবে অসমে। সেই রাউন্ডের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
সবমিলিয়ে ৩৫টি দল খেলবে এবারের সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে। ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে এই দলগুলিকে। প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি দল। তবে গ্রুপ ই'তে উত্তর-পূর্ব ভারতের তিনটি দলকে রাখা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে গ্রুপ পর্বে খেলতে নামবে এই ৩৫ দল। প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকা দল চলে যাবে ফাইনাল রাউন্ডে। দেশের ৯টি ভেন্যুজুড়ে খেলা হবে সন্তোষের গ্রুপ পর্ব।
গতবারের চ্যাম্পিয়ন হওয়ার দরুণ সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। অর্থাৎ সবমিলিয়ে সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডে খেলবে ১২টি দল। অসমের ধাকুয়াখানা এবং ধেমাজিতে খেলা হবে ফাইনাল রাউন্ডের ম্যাচগুলি। উল্লেখ্য, শেষবার ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা।
একনজরে সন্তোষ ট্রফির গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ: হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব
গ্রুপ বি: চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড
গ্রুপ সি: বিহার, ঝাড়খণ্ড, রেলওয়ে, দিল্লি
গ্রুপ ডি: মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা
গ্রুপ ই: মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশ
গ্রুপ এফ: ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা
গ্রুপ জি: আন্দামান ও নিকোবর, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি
গ্রুপ এইচ: গোয়া, কর্ণাটক, লক্ষদ্বীপ, সার্ভিসেস
গ্রুপ আই: মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
