shono
Advertisement
Deepti Sharma

বিশ্বকাপের সেরা ক্রিকেটার, তবু WPL রিটেনশনে নেই দীপ্তি! কাদের ধরে রাখছে দলগুলি?

চলতি মাসের শেষদিকেই মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম হতে পারে।
Published By: Anwesha AdhikaryPosted: 11:06 PM Nov 05, 2025Updated: 11:06 PM Nov 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন। কিন্তু মহিলাদের প্রিমিয়ার লিগেই রিটেনশন পেলেন না দীপ্তি শর্মা! সূত্রের খবর, মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্স দীপ্তিকে রিটেন করেনি। পুরো দলটাই ঢেলে সাজাতে চাইছে তারা। তবে মহিলা বিশ্বকাপজয়ী ভারতীয় দলের একাধিক তারকাকে রিটেন করেছ তাঁদের ফ্র্যাঞ্চাইজিগুলো।

Advertisement

বুধবারের মধ্যেই রিটেনশনের তালিকা জমা দেওয়ার কথা ছিল পাঁচ ফ্র্যাঞ্চাইজির। তবে সরকারিভাবে এখনও রিটেনশন তালিকা প্রকাশ্যে আসেনি। সূত্র মারফত শোনা যাচ্ছে, মাত্র একজন ক্রিকেটারকে রিটেন করছে ইউপি ওয়ারিয়র্স। আনক্যাপড শ্বেতা শেরাওয়াত ছাড়া প্রত্যেক ক্রিকেটারকেই নিলামের জন্য ছেড়ে দিচ্ছে ম্যানেজমেন্ট। দীপ্তি ছাড়াও অ্যালিসা হিলি, আলানা কিং, ক্রান্তি গৌড়, টালিয়া ম্যাকগ্রার মতো ক্রিকেটাররাও রয়েছেন সেই তালিকায়। সদ্যসমাপ্ত বিশ্বকাপে এঁরা সকলেই ভালো পারফর্ম করেছিলেন।

অন্যদিকে মহিলাদের প্রিমিয়ার লিগে দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে রিটেন করছে বলে সূত্রের খবর। যাঁর ক্যাচে ভর করে বিশ্বকাপ জেতা সহজ হয়েছে ভারতের, সেই অমনজ্যোত কৌরকেও মুম্বই রিটেন করছে। ন্যাট স্কিভার-ব্রান্ট, জি কমলিনী, হেলি ম্যাথেউজও থাকছেন রিটেনশনে। ২০২৪ সালের মহিলা আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি রিটেন করছে অধিনায়ক স্মৃতি মন্ধানা, এলিস পেরি, রিচা ঘোষ এবং শ্রেয়াঙ্কা পাটিলকে। দিল্লি ক্যাপিটালসে থাকছেন জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজেন কেপ এবং নিকি প্রসাদ।

তবে ইউপি ওয়ারিয়র্সের কাছে সুযোগ থাকবে দীপ্তিকে আবারও নিজেদের স্কোয়াডে ফেরানোর। কারণ তাদের হাতে থাকছে চারটি আরটিএম কার্ড। ফলে অন্য কোনও দল দীপ্তির জন্য সর্বোচ্চ দর হাঁকলেও আরটিএম করে ইউপি ফেরাতে পারে বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে। উল্লেখ্য, চলতি মাসের শেষদিকেই মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম হতে পারে। ভারতীয় ক্রিকেটাররা আকাশছোঁয়া দাম পাবেন, অনুমান ক্রিকেটমহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবারের মধ্যেই রিটেনশনের তালিকা জমা দেওয়ার কথা ছিল পাঁচ ফ্র্যাঞ্চাইজির। তবে সরকারিভাবে এখনও রিটেনশন তালিকা প্রকাশ্যে আসেনি।
  • মহিলাদের প্রিমিয়ার লিগে দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে রিটেন করছে বলে সূত্রের খবর।
  • ইউপি ওয়ারিয়র্সের কাছে সুযোগ থাকবে দীপ্তিকে আবারও নিজেদের স্কোয়াডে ফেরানোর।
Advertisement