সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দুপুরে আচমকাই বলিউডের আকাশে ঘনিয়ে এল কালো মেঘ। প্রয়াত ধর্মেন্দ্র (Dharmendra Death)! পরিবারের তরফ থেকে এখনও বিবৃতি প্রকাশ না করা হলেও বর্ষীয়ান বলিঅভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে দেশবাসী। সেই তালিকায় শামিল ক্রিকেটাররাও। শুধু ভারতের নয়, বর্ডারের ওপার থেকে শোকবার্তা ভেসে আসছে। যা ফের মনে করিয়ে দিচ্ছে, ক্রিকেটের প্রতি কতটা অনুরক্ত ছিলেন বলিউডের 'বীরু'।
সোমবার দুপুরে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কঠিন সময়ে সানি দেওল, ববি দেওলদের পাশে থাকতে শেষকৃত্যে যোগ দেন বলিপাড়ার সিংহভাগ তারকারা। ‘বীরু’কে আলবিদা জানাতে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে তড়িঘড়ি শ্মশানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন। আমির খান, সলমন খানরাও ছুটে আসেন ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে। সোশাল মিডিয়ায় শোকবার্তা জানাচ্ছেন শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং প্রমুখ।
এর মধ্যে শচীনকে সন্তানের মতো দেখতেন ধর্মেন্দ্র। পুরনো পোস্টে শচীনের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছিলেন, 'যতবার শচীনের সঙ্গে দেখা হয়, ততবার ছেলের সঙ্গে দেখা হয়েছে মনে হয়।' এবার ধর্মেন্দ্রর প্রয়াণে মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'আরও অনেকের মতো, আমিও ধর্মেন্দ্রজির ভক্ত। পর্দার বাইরে যে বন্ধন ছিল, তা সাক্ষাতের পর আরও বেড়ে যায়। ওঁর প্রাণশক্তি ছিল ছোঁয়াচে। আমাকে বলতেন, 'তোমাকে দেখলে আমার এক কিলো রক্ত বেড়ে যায়।' উনি সবাইকে গুরুত্ব দিতেন। ওঁর ভক্ত না হওয়াই অসম্ভব। ওঁর প্রয়াণে মনে হচ্ছে, আমার শরীরের ১০ কিলো রক্ত কমে গেল।'
অন্যদিকে বিরাট কোহলি লিখেছেন, 'যিনি বহু যুগ ধরে আমাদের মনকে দখল করে ছিলেন, সেই কিংবদন্তিকে আমরা আজ হারালাম। বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল।' যুবরাজ সিং লিখেছেন, 'ধর্মেন্দ্র ছিলেন আমাদের বড় হয়ে ওঠার সঙ্গী। কারণ সব বাড়িতেই ওঁর কোনও না কোনও সিনেমা থাকত। পাঞ্জাবের শক্তি, মুগ্ধতা ও সততা তাঁর সব চরিত্রে থাকব। আর পর্দার বাইরে তিনি ছিলেন বিনয়ী, মাটির মানুষ। তাঁর ঐতিহ্য লক্ষ লক্ষ মানুষের মনে থেকে যাবে।' শোকপ্রকাশ করেছেন শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগরাও।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, "ধর্মেন্দ্র কিংবদন্তি অভিনেতা। শোলে সর্বকালের জনপ্রিয় সিনেমা। উপমহাদেশে তাঁর প্রভাব বহু যুগ থেকে যাবে। পাকিস্তানেও তিনি খুব জনপ্রিয় ছিলেন।" এর পাশাপাশি ধর্মেন্দ্রর প্রয়াণের পর মহম্মদ সিরাজকে নিয়ে তাঁর পুরনো পোস্ট ভাইরাল। সেখানে সিরাজের বাবার মৃত্যুর পর ধর্মেন্দ্র লিখেছিলেন, 'ভারতের সাহসী সন্তান। তোমার জন্য গর্ব হয়।'
