shono
Advertisement

Breaking News

Ravindra Jadeja

ধোনির সম্মতিতেই দল ছেড়েছেন জাদেজা? চেন্নাইয়ের সিদ্ধান্তে অবাক ক্রিকেটমহল

কী বলছে তারা?
Published By: Prasenjit DuttaPosted: 05:17 PM Nov 15, 2025Updated: 05:17 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষমেশ রাজস্থানের শর্তেই সঞ্জুর জন্য রবীন্দ্র জাদেজাকে ছেড়েছে চেন্নাই সুপার কিংস। জাদেজা ফিরলেন পুরনো দলে। এই রাজস্থান থেকেই আইপিএল অভিযান শুরু করেন তিনি। মহেন্দ্র সিং ধোনির সম্মতিতেই কি এটা হয়েছে? মুখ খুলেছেন এক সিএসকে কর্তা। তবে তাদের সিদ্ধান্ত অবাক করেছে একাধিক দলকে। 

Advertisement

ওই কর্তার মতে, জাদেজাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে নাকি আপত্তি করেননি ধোনি। তিনি বলেন, "তিন বছর ধরে আমরা সঞ্জুকে নেওয়ার চেষ্টা করছি। এ ব্যাপারে ধোনি ও জাদেজা নিজেদের মধ্যে কথা বলেছিল। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত পক্ষের স্বার্থের কথা ভেবেই। ধোনিও আপত্তি করেনি।"

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। তার আগে টিমগুলো যতটা সম্ভব নিজেদের গুছিয়ে নিতে চাইছে। এই আবহে রবীন্দ্র জাদেজাকে এবার ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। রাজস্থানে যাচ্ছেন তিনি। আর রাজস্থান থেকে চেন্নাই এলেন সঞ্জু। তবে চেন্নাই এমন সিদ্ধান্তে অবাক হয়েছে ক্রিকেটমহলের অনেকেই।

আইপিএলেরই এক দলের সিইও বলছেন, "এটা খুবই আশ্চর্যজনক। তিনি সিএসকে'র হয়ে দীর্ঘদিন ভালো পারফরম্যান্স করেছেন। তাকে কি এভাবে ছেড়ে দেওয়া যায়! ধোনি অবসরের দ্বারপ্রান্তে। ধোনির পর জাদেজার নামটাই সবার আগে আসে। এই পরিস্থিতিতে সিএসকে'র মুখ কে হবেন?" চেন্নাইয়ের এমন সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, তাহলে কি ধোনির সঙ্গে জাদেজার সম্পর্ক কি আগের মতো নেই?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষমেশ রাজস্থানের শর্তেই সঞ্জুর জন্য রবীন্দ্র জাদেজাকে ছেড়েছে চেন্নাই সুপার কিংস।
  • জাদেজা ফিরলেন পুরনো দলে।
  • এই রাজস্থান থেকেই আইপিএল অভিযান শুরু করেন তিনি।
Advertisement