সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে সর্বাধিক রান করে বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন শুভমান গিল। সঙ্গে গড়েছেন একাধিক নজির। গিলের এহেন ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ ক্রিকেটবিশ্ব। তবে, ইংল্যান্ডের ব্যাটিং কোচ শুভমানের এমন ইনিংস দেখে হতাশায় ডুবেছেন। তিনি রীতমতো 'বিরক্ত'।
প্রথম ইনিংসে ২৬৯ রান করেছিলেন গিল। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এসেছে ঝকঝকে ১৬১। এরপর এলিট ক্লাবে বসে পড়েছেন তিনি। এমন ইনিংস দেখে ইংরেজ ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক বিবিসি'কে দেওয়া 'ম্যাচ স্পেশাল' সাক্ষাৎকারে বলছেন, "শুভমানকে এভাবে ব্যাট করতে দেখে বিরক্ত। আমি তো পুরো হতাশায় ডুবে গিয়েছি। এমনিতে ব্যাটারদের রান পেতে দেখতে পছন্দ করি। কিন্তু তা বলে এমনভাবে রান করবে! দু'টো ইনিংসেই দুর্দান্ত খেলেছে ও। প্রথম ইনিংসে আড়াইশোর বেশি রান করেছে। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছে। এটা সত্যিই স্পেশাল। এত রান সকলে করতে পারে না।"
ট্রেসকোথিকের সংযোজন, "ওর নিষ্ঠা, একাগ্রতা, ফিটনেস ও দক্ষতার প্রশংসা করতেই হবে। সব কিছু নিখুঁত ছিল বলেই এত রান করতে পেরেছে।" উল্লেখ্য, এজবাস্টনে জোড়া সেঞ্চুরি করে তিনি ভেঙেছেন সুনীল গাভাসকরের ৫১ বছরের পুরনো রেকর্ড। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্টে ৩৪৪ রান করেছিলেন সানি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে শুভমান করেছেন ৪৩০ রান। তাছাড়াও বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে এক টেস্টে ডবল সেঞ্চুরি এবং দেড়শোর বেশি রান করার নজির গড়েছেন গিল। তাঁর আগে, ১৯৮০ সালে এক টেস্টে দুই ইনিংসে দেড়শোর বেশি রান করেছিলেন অ্যালান বর্ডার।
অন্যদিকে, ২০১৪ সালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাপ্টেন হিসেবে ৪৪৯ রান করেছিলেন বিরাট কোহলি। ওই সিরিজের মাঝপথে অধিনায়ক হয়েছিলেন তিনি। চার ইনিংসে এই রান করেছিলেন কোহলি। কিন্তু শুভমান কেবল এজবাস্টনেই করলেন ৪৩০। এর আগের টেস্টে করেছিলেন ১৫৫ রান (১৪৭+৮)। অর্থাৎ অধিনায়ক হিসেবে চার ইনিংসে তাঁর রান ৫৮৫। এক্ষেত্রে কোহলিকে অনেকটাই পিছনে ফেলেছেন গিল। এই আবহে ইংল্যান্ডের ব্যাটিং কোচের কাছ থেকে দরাজ সার্টিফিকেট পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক।
