shono
Advertisement
Faf du Plessis

আইপিএল ছাড়ছেন ডু প্লেসিস! শেষ পর্যন্ত পাকিস্তানি লিগে নাম লেখাচ্ছেন প্রোটিয়া তারকা

সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 08:11 PM Nov 29, 2025Updated: 08:25 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাঙ্গ হল ফাফ ডু প্লেসিসের আইপিএল অধ্যায়! আগামী মাসে আইপিএলের মিনি নিলামের আগে নাম প্রত্যাহার করে নিলেন প্রোটিয়া তারকা। আগামী মরশুমে পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা যাবে তাঁকে। সেই কারণে আবু ধাবিতে আইপিএল নিলামের দু'সপ্তাহ আগে নাম তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

Advertisement

সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ৪১ বছরের ক্রিকেটার। ২০১২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। চতুর্থ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসাবে অভিষেকে সেঞ্চুরিও হাঁকান। সেই বছরই তাঁকে সই করায় চেন্নাই সুপার কিংস। ২০১৫ সাল পর্যন্ত তিনি সিএসকে'তে ছিলেন। এরপর রাইজিং পুণে সুপারজায়ান্টসে নাম লেখান। ২০১৮ সালে তিনি প্রত্যাবর্তন করেন সিএসকে'তে। তিন বছর ধোনিদের দলেই ছিলেন। ২০২২-২৪ পর্যন্ত তিনি ছিলেন বিরাট কোহলির সতীর্থ। এই সময় আরসিবি'র অধিনায়ক ছিলেন ডু প্লেসিস। 

আইপিএলে ১৫৪ ম্যাচে ৩৫.১০ গড়ে ৪৭৭৩ রান রয়েছে দক্ষিণ আফ্রিকান তারকার। ৩৯টি অর্ধশতক রয়েছে তাঁর নামের পাশে। ২০২৩ মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন। ১৪ ম্যাচে ৭৩০ রান করেছিলেন ৫৬.১৫ গড়ে। ২০২১ সালে সিএসকে'র শিরোপা জয়ের মুখ্য ভূমিকা নেন তিনি। ৬৩৩ রান করে কমলা টুপির দৌড়ে সতীর্থ রুতুরাজ গায়কোয়াড়ের ঠিক পরেই শেষ করেছিলেন। 

সেই ডু প্লেসিস শনিবার সোশাল মিডিয়ায় লেখেন, 'আইপিএলে ১৪টি মরশুম খেলার পর এ বছর নিলামে আমার নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমার ক্রিকেটীয় যাত্রায় আইপিএল বড় একটা অংশজুড়ে থাকবে। আমি ভাগ্যবান যে, বিশ্বমানের সতীর্থদের সঙ্গে সেখানে খেলেছি। এখানে খেলার আবেগ অন্য সব কিছুর থেকে আলাদা। তবে এ বছর আমি নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আসন্ন পিএসএলে খেলব। নতুন দেশ। নতুন পরিবেশ। নতুন চ্যালেঞ্জ। পাকিস্তানের আতিথেয়তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাঙ্গ হল ফাফ ডু প্লেসিসের আইপিএল অধ্যায়!
  • আগামী মাসে আইপিএলের মিনি নিলামের আগে নাম প্রত্যাহার করে নিলেন প্রোটিয়া তারকা।
  • আগামী মরশুমে পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা যাবে তাঁকে।
Advertisement