সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিলের গোড়ালিতে চোট। সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের উপর চাপ বাড়াচ্ছেন ঈশান কিষান। সবমিলিয়ে কঠিন পরিস্থিতিতেই টি-২০ বিশ্বকাপের দল বাছতে চলেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সূত্রের খবর, আগামী ২০ ডিসেম্বর টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে। সাংবাদিক সম্মেলন করে জানানো হবে বিশ্বকাপের স্কোয়াড।
আগামী বছর দেশের মাটিতে খেলা হবে টি-২০ বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। প্রথম দিনই আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। অভিযান শুরুর মাসদেড়েক আগে স্কোয়াড বেছে নেবেন আগরকররা। তবে দল নির্বাচন নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে নির্বাচক কমিটির সামনে। তার মধ্যে অন্যতম শুভমান গিল। এশিয়া কাপের দলে তাঁকে সহ অধিনায়ক করা হয়েছিল। কিন্তু সংক্ষিপ্ততম ফরম্যাটে একেবারেই নিষ্প্রভ শুভমান। তাঁকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
নির্বাচকদের মাথাব্যথা আরও বাড়াচ্ছেন ঈশান কিষান। বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি ফাইনালে ৪৯ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসাবে সেঞ্চুরির নজিরও এটা। এর আগে কোনও অধিনায়ক ফাইনালে সেঞ্চুরি হাঁকাননি। দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য থাকা ঈশানের এমন দুর্ধর্ষ ফর্ম দেখেও কি মুখ ঘুরিয়ে থাকবেন নির্বাচকরা? নাকি দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের জন্য অতীতের ঘটনা উপেক্ষা করবেন? প্রশ্ন থাকছে যশস্বী জয়সওয়ালকে নিয়েও।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও সূর্যকুমার যাদবরা সহজ গ্রুপে রয়েছেন। যেখানে পাকিস্তান ছাড়া আছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ১২ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। বিশ্বকাপের আগে জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। তবে শনিবারের দল নির্বাচন থেকেই শুরু হয়ে যাবে ট্রফি ধরে রাখার মহড়া।
