shono
Advertisement
Eden Gardens

টি-২০ বিশ্বকাপে ফের 'বঞ্চিত' ইডেন, শর্তসাপেক্ষে মিলল সেমিফাইনাল, কলকাতায় খেলবে ভারত?

নক আউট পর্বের কোন কোন ম্যাচ পেল কলকাতা।
Published By: Subhajit MandalPosted: 07:52 PM Nov 25, 2025Updated: 08:50 PM Nov 25, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ২০২৩ বিশ্বকাপে প্রাপ্তি ছিল ভারতের একটি ম্যাচ ও একটি সেমিফাইনাল-সহ মোট ৬ ম্যাচ। যে সেমিফাইনালে আবার ভারত খেলেনি। এরপর ইডেন গার্ডেন্সের সঙ্গে একাধিকবার 'অন্যায়' হয়েছে। অন্তত শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আক্ষেপ রয়ে গিয়েছে। বিশেষ করে যেভাবে ২০২৫ আইপিএলের কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাতে রীতিমতো ক্ষুব্ধ হন ক্রিকেটপ্রেমীরা। অনেকের আশা ছিল, সেই হতাশা মিটিয়ে দিতে এবার হয়তো ক্রিকেটের নন্দনকাননকে 'ক্ষতিপূরণ' দেওয়া হতে পারে। টি-২০ বিশ্বকাপে অন্তত ভারতের সেমিফাইনালটুকু ইডেন গার্ডেন্স পাবে।

Advertisement

কিন্তু এবারেও সেই হতাশাই সঙ্গী হচ্ছে শহরবাসীর। টি-২০ বিশ্বকাপের যে সূচি ঘোষিত হয়েছে তাতে ইডেনের ভাগ্য তেমন সুপ্রসন্ন নয়। সেমিফাইনাল তো দূর, বিশ্বকাপে ভারতের একটা ম্যাচও ইডেন পাবে কিনা সংশয় রয়েছে। কারণ গ্রুপ পর্বে যে খেলাগুলি ইডেনে রাখা হয়েছে, সেগুলির মধ্যে ভারতের ম্যাচ একটাও নেই। একটি সেমিফাইনাল ইডেনে হওয়ার কথা, কিন্তু সেটাও শর্তসাপেক্ষ এবং ভারতের কোনওভাবেই নয়। আইসিসির সূচিতে বলা হয়েছে, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ইডেনে হবে। যদি পাকিস্তান বা শ্রীলঙ্কা ওই সেমিতে খেলার সুযোগ না পায়। পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে সেটা হবে কলম্বোতে। তাৎপর্যপূর্ণভাবে ভারতের সেমিফাইনালটাও ইডেন পাচ্ছে না। ভারত সেমিতে উঠলে খেলবে মুম্বইতে।

তবে ভারতের একটা ম্যাচ ইডেন পেতে পারে। সেটা হল সুপার এইটের ম্যাচ। টিম ইন্ডিয়া সুপার এইটে যদি ওঠে, তাহলে সূর্যদের খেলা দেখার সুযোগ পাবে কলকাতাবাসী। সেক্ষেত্রে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অন্য ম্যাচের মধ্যে বাংলাদেশের তিনটি, ইংল্যান্ডের দুটি এবং ওয়েস্ট ইন্ডিজ ও ইটালির দুটি করে ম্যাচ পাচ্ছে কলকাতা।

ইডেনে বিশ্বকাপের সূচি:

৭ ফেব্রুয়ারি: দুপুর ৩টে, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ
৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, বাংলাদেশ বনাম ইটালি
১৪ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম বাংলাদেশ
১৬ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম ইটালি
১৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি

সুপার এইট: ১ মার্চ: সন্ধে ৭টা (X1 বনাম X3)
সেমিফাইনাল: 8 মার্চ: সন্ধে ৭টা (শ্রীলঙ্কা বা বাংলাদেশ না উঠলে)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৩ বিশ্বকাপে প্রাপ্তি ছিল ভারতের একটি ম্যাচ ও একটি সেমিফাইনাল-সহ মোট ৬ ম্যাচ।
  • এবারেও সেই হতাশাই সঙ্গী হচ্ছে শহরবাসীর।
  • টি-২০ বিশ্বকাপের যে সূচি ঘোষিত হয়েছে তাতে ইডেনের ভাগ্য তেমন সুপ্রসন্ন নয়।
Advertisement