shono
Advertisement
Pahalgam terrorist attack

'সন্ত্রাস বরদাস্ত নয়', এবার পাকিস্তানের সঙ্গে সব ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি সৌরভের

ইতিমধ্যেই পহেলগাঁও হামলার প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই।
Published By: Subhajit MandalPosted: 10:25 AM Apr 26, 2025Updated: 10:25 AM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস এবং খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্তরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত ভারতের। মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভ স্পষ্ট বলছেন,' 'প্রতিবছর একই ঘটনা ঘটছে। আর সহ্য করা যাচ্ছে না।'

Advertisement

এমনিতে দীর্ঘদিন ধরেই ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। একযুগ আগে ২০১২-১৩ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দুই দেশ। তারপর থেকে দুদেশ মুখোমুখি হয় শুধু আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টেই। কিন্তু পহেলগাঁও হামলার হামলার পর ক্রিকেট মহলের একাংশ থেকে পাকিস্তানের সঙ্গে সবরকম ক্রিকেটীয় সম্পর্ক ত্যাগ করার দাবি উঠছে। সেই দাবিকে জোরালোভাবে সমর্থন করলনে সৌরভ। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, "১০০ শতাংশ এটা (পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন) করা উচিত। প্রতি বছর একই ঘটনা ঘটছে। আর এই সন্ত্রাস বরদাস্ত করা যাচ্ছে না। এবার কড়া পদক্ষেপ করতেই হবে।"

সৌরভ পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জানানোয় কিছুটা হলেও কড়া পদক্ষেপের চাপ আসবে বোর্ডের উপর। যদিও আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের দাবি অনুযায়ী, বিসিসিআই ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে উদ্যোগী হয়েছে। অদূর ভবিষ্যতে কোনওভাবেই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না টিম ইন্ডিয়া। আগামী দিনে কোনও আইসিসি ইভেন্টেও যাতে ভারত এবং পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়, সেই মর্মে আইসিসিকে চিঠি দিচ্ছে ভারতীয় বোর্ড। যদিও সরকারিভাবে এই ধরনের কোনও চিঠির কথা বিসিসিআই স্বীকার করেনি। সৌরভ বলছেন, "বোর্ড যদি এই ধরনের কোনও চিঠি দিয়ে থাকে, তাহলে ভালো করেছে। দেওয়াই উচিত।"

ইতিমধ্যেই পহেলগাঁও হামলার প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী দিনে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ভাববেও না বিসিসিআই। আইসিসি বা এসিসি ইভেন্টে পাক সংসর্গ এড়ানোর কথা ভাবারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্তরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত ভারতের।
  • মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
  • সৌরভ স্পষ্ট বলছেন,' 'প্রতিবছর একই ঘটনা ঘটছে। আর সহ্য করা যাচ্ছে না।'
Advertisement