shono
Advertisement

Breaking News

Virat Kohli

শুভমানকে যাচ্ছেতাই ভাষায় অপমান বিরাটের! ভিডিও রহস্য ফাঁস হতেই চক্ষু ছানাবড়া নেটদুনিয়ার

ভাইরাল ভিডিওয় কী শোনা যাচ্ছে কোহলির গলায়?
Published By: Arpan DasPosted: 05:03 PM Aug 29, 2024Updated: 06:31 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মার সঙ্গে অবসর নিয়েছেন বিরাটও। ভবিষ্যতে তাঁর উচ্চতায় উঠবেন কোন তরুণ তুর্কি? অনেকেই তালিকার শুরুতে রাখছেন শুভমান গিলকে। কিন্তু গিলকে নিয়ে একটি ভিডিও আচমকাই ভাইরাল সোশাল মিডিয়ায়। যেখানে বিরাটের গলায় গিলের (Shubman Gill) প্রশংসা নয়, শোনা যাচ্ছে 'দুর্নাম'! যা দেখে নেটিজেনদের বক্তব্য, এআই ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।

Advertisement

সেখানে ঠিক কী রয়েছে সেই ভিডিওয়? বিরাটের গলায় শোনা যাচ্ছে, "অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পর আমি বুঝতে পারি, সফল হওয়ার জন্য কী করতে হয়। যখন আমি গিলকে দেখি তখন বুঝি প্রতিভাবান হিসেবে সফল হওয়ার প্রতিশ্রুতি দেওয়া আর কিংবদন্তি হওয়ার তফাৎ কোথায়? গিলের টেকনিক খুবই ভালো। কিন্তু আমাদের মতো হতে পারবে না। ও কোনও দিন বিরাট কোহলি হতে পারবে না। একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই। বিরাট কোহলি একজনই হয়।"

[আরও পড়ুন: বিরাট-রোহিতদের উলটো সুর, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে সমর্থন করলেন অশ্বিন]

এখানেই থামেনি সেই ভিডিও। বিরাটের গলায় আরও শোনা যায়, "আমি কঠিন পরিস্থিতিতে বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হয়েছি। এক যুগ ধরে সেখানে সাফল্য পেয়েছি। মাত্র কয়েকটা ভালো ইনিংস খেললেই সেখানে যাওয়া যায় না। আমি যদি কোনওদিন ভুল সিদ্ধান্ত নিই, তাহলে বাইরে বসে সারাদিন অন্যের জন্য হাততালি দিতে রাজি। ভারতীয় ক্রিকেটে একজনই ভগবান। আর তার পরই আমি। গিলকে সেই জায়গায় যাওয়ার জন্য অনেক পথ যেতে হবে।"

[আরও পড়ুন: ‘সর্বকালের সেরা রোনাল্ডোই, মেসি নয়’, এমবাপের সোশাল মিডিয়া থেকে পোস্ট, আলোড়ন ফুটবলদুনিয়ায়]

স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে চমকে উঠেছেন ক্রিকেটভক্তরা। কারণ, কখনই অন্য ক্রিকেটারকে প্রকাশ্যে এভাবে সমালোচনা করেননি বিরাট। শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। তাছাড়া সমর্থকরা তাঁকে 'কিং' বললেও, বিরাটের কাছে ক্রিকেটের 'ভগবান' শচীন। তার পরই ভক্তদের বক্তব্য, এই ভিডিওয় বিরাটের কথা এআই দিয়ে বানানো। সেটা নিয়েই চাঞ্চল্য পড়ে যায় নেটদুনিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মার সঙ্গে অবসর নিয়েছেন বিরাটও।
  • ভবিষ্যতে তাঁর উচ্চতায় উঠবেন কোন তরুণ তুর্কি? অনেকেই তালিকার শুরুতে রাখছেন শুভমান গিলকে।
  • কিন্তু গিলকে নিয়ে একটি ভিডিও আচমকাই ভাইরাল সোশাল মিডিয়ায়।
Advertisement