সুমন করাতি, হুগলি: ইডেনের পর রাঁচি। 'ভগবান' বিরাট কোহলিকে (Virat Kohli) ছুঁয়ে দেখতে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও মাঠের মধ্যে ঢুকে পড়ল আরও এক বাঙালি। রবিবার রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND VS SA) ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। তারপরেই দৌড়ে মাঠে ঢুকে পড়ে তাঁর পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। জানা গিয়েছে, সেই ভক্ত আসলে আরামবাগের পুড়শুড়ার বাসিন্দা। নাম শৌভিক মুর্মু। আপাতত রাঁচি পুলিশ তাঁকে আটক করে রেখেছে।
জানা গিয়েছে, শৌভিক মুর্মু বিরাটের খুবই বড় ভক্ত। প্রিয় ক্রিকেটারকে একটিবার ছুঁয়ে দেখার জন্য বারবার চেষ্টা করেছেন পুড়শুড়ার এই যুবক। তাঁর বাড়ি কাবলের মধুপুর আদিবাসী পাড়ায়। গত আইপিএল চলাকালীন সেই কাবলে থেকে সাইকেলে চেপে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন শৌভিক। কিন্তু বিরাটের সঙ্গে সাক্ষাৎ হয়নি। তাই রবিবার ফের চেষ্টা করেন, একবারটি বিরাটের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। তাই সোজা পৌঁছে যান রাঁচিতে।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে রাজকীয় মেজাজে ব্যাটিং করেন কিং কোহলি। মার্কো জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করেন। সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন। সেই সময়ই বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়েন শৌভিক। হতভম্ব হয়ে পড়েন সকলে। তবে সঙ্গে সঙ্গে শৌভিককে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। পরে তাঁকে আটক করে রাঁচির পুলিশ।
ম্যাচ শেষ হয়ে গেলেও পুলিশ হেফাজতে রয়েছেন শৌভিক। প্রিয় ক্রিকেটারের সাক্ষাৎ পেলেও, এখনও তাঁর বাড়ি ফেরা অনিশ্চিত। ইতিমধ্যে পরিবারের তরফ থেকে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষকে বিষয়টি জানানো হয়েছে। কীভাবে ছেলেকে রাঁচি থেকে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা করছে শৌভিকের পরিবার। সোমবার সম্ভবত বোঝা যাবে, আইনি জটিলতা সামলে কীভাবে মুক্তি পেতে পারেন শৌভিক। উল্লেখ্য, গত আইপিএল চলাকালীন ইডেনে ঢুকে পড়েছিলেন বিরাটের আরেক ভক্ত ঋতুপর্ণ পাখিরা। তাঁকেও থাকতে হয়েছিল পুলিশ লকআপে। পরে অবশ্য ছাড়া পান তিনি।
