shono
Advertisement
Bangladesh Cricket Board

ডামাডোলের বাংলাদেশ ক্রিকেটের নতুন সভাপতি আমিনুল ইসলাম, যত প্রশ্ন নির্বাচন ঘিরে!

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল।
Published By: Arpan DasPosted: 07:14 PM May 30, 2025Updated: 07:15 PM May 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের প্রাক্তন অধিনায়ক বিসিবি'র ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। ফারুক আহমেদের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বিসিবি'র কাউন্সিলররা আমিনুলের নাম ঘোষণা করেন। এখন প্রশ্ন, বিসিবি'র নির্বাচন পর্যন্ত তিনি কী ভূমিকা নেবেন? 

Advertisement

শেখ হাসিনার অপসারণের পর ছাত্রদের ‘বিপ্লবে’র ভয়ে একসঙ্গে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালন সমিতির সদস্যরা। সেসময় মহম্মদ ইউনুস ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবি পরিচালনার জন্য কমিটি গড়েন। এই কমিটি নির্বাচিত নয়। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও বোর্ডই অনির্দিষ্টকাল মনোনীত সদস্যদের দ্বারা চলতে পারে না। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটেরও অবস্থা টালমাটাল। তাছাড়া স্পনসর জোগাড় করতেও হিমশিম দশা। ফলে বোর্ডে আর্থিক সংকটও তৈরি হচ্ছে।

গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও। চাপের মুখে তিনি বিসিবি সভাপতিকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। ফারুক অবশ্য তাতে রাজি হননি। বৃহস্পতিবার রাতেই বিসিবির ৮ পরিচালক ফারুকের প্রতি অনাস্থা এনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে চিঠি লেখেন। ফারুককে পরিচালকের পদ থেকে সরিয়েও দেওয়া হয়। এদিন ক্রীড়া পরিষদ আমিনুলের নাম নির্বাচিত করেন। পরে তাঁর নাম সভাপতি হিসেবেও ঘোষণা করা হয়।

দেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন আমিনুল। টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির রেকর্ডটিও তাঁর নামে। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন। ২০০২ সালে অবসর নেন। তারপর আইসিসি ও এসিসি'র বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি জানিয়েছেন, দ্রুত ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করাই তাঁর প্রাথমিক লক্ষ্য। তবে আমিনুল নিজে নির্বাচনে লড়তে চান না বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল।
  • দেশের প্রাক্তন অধিনায়ক বিসিবি'র ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।
  • ফারুক আহমেদের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বিসিবি'র কাউন্সিলররা আমিনুলের নাম ঘোষণা করেন।
Advertisement