সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে নাস্তানাবুদ হয়েছে ভারতীয় ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গিয়েছে ভারত। এই পরিস্থিতিতে সমালোচনায় বিদ্ধ টিম ইন্ডিয়া। এমন পরাজয় মন থেকে মেনে নিতে পারছেন না রবিন উথাপ্পা। ভারতীয় দল আদৌ তৈরি কি না, গুয়াহাটি টেস্টের (IND vs SA 2nd Test) আগে এই প্রশ্ন তুলে দিলেন তিনি। তবে টিম ইন্ডিয়ার হেডকোচের পাশেও দাঁড়িয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
উথাপ্পা মনে করেন, কোচ তো আর মাঠে গিয়ে ব্যাট করবেন না। ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাঁর কথায়, "ভারতের মাটিতে টেস্ট খেলা। তাই স্পিন খেলতে জানতেই হবে। কোচ তো মাঠে গিয়ে ব্যাটিং করবে না। একটা সময় রাহুল দ্রাবিড়কেও সমালোচনা করা হয়েছিল। তখন আমার কাছে এটা অর্থহীন মনে হয়েছিল। ২০-৩০ হাজার আন্তর্জাতিক রান করা মোটেও সহজ নয়। তাই ট্রোল সহজেই সকলকেই করা হয়। কিন্তু প্রশ্ন হল, এত কম রানে কীভাবে ভারতের মাটিতেই অলআউট হয়ে যাচ্ছে, তা বোধগম্য হচ্ছে না।"
তাছাড়াও উথাপ্পা আরও বলেন, "সফরকারী দলগুলো ভারতের থেকে অনেক কম ক্রিকেট খেলে। তাই ওরা হয়তো প্রস্তুতিরও বেশি সুযোগ পায়। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটাররা অত্যধিক ক্রিকেট খেলা। সমস্যা হল এক ফর্মুলায় ফলাফল চাইছে ভারতীয় দল। অন্তত আগামী দু'বছর লক্ষ্য নিয়ে এগোতে হবে। দলে কোহলি, রোহিত, অশ্বিন, পূজারা, রাহানেরা নেই। ভারতীয় দল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন তরুণদের দৃঢ়তা দেখাতে হবে।"
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের সংযোজন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লক্ষ্য থাকে সবার। কিন্তু এই দল কি আদৌ তৈরি? বুমরাহ, সিরাজ ছাড়া দলের তৃতীয় পেসারের অভাব রয়েছে। সেই জায়গা ভরাট করতে হবে। সেই জায়গায় হয়তো অনেককেই তৈরি করার চেষ্টা চলছে।" গম্ভীরের অধীনে ১৮টি টেস্টে ৯ টেস্টে পরাজিত হয়েছে ভারত। উথাপ্পা যতই টিম ইন্ডিয়ার হেডকোচের পাশে থাকুক না কেন, গম্ভীরের নীতি কিন্তু প্রশ্নবিদ্ধ।
