সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া মানেই ভারতের শক্ত গাঁট। ২০১৫ বিশ্বকাপ সেমিফাইনাল হোক বা ২০২৩ বিশ্বকাপ ফাইনাল-অজিদের কাছে হেরেই ট্রফিজয়ের স্বপ্ন শেষ হয়েছে মেন ইন ব্লুর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন তার পুনরাবৃত্তি না হয়, সেজন্য আজব দাওয়াই বাতলে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল। ক্রিকেটপ্রেমীদের মতে, রোহিত ব্রিগেডকে খোঁচা দিতেই এমন মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ঘিরে বারবার দু’বছর আগের বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ চলে আসছে। ভারতীয় সমর্থকদের একটা ধারণা জন্ম নিয়েছে এবার যাবতীয় সব হিসেব চুকিয়ে দেবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ফাইনাল হারের বদলাও হয়ে যাবে দুবাইয়ে। ভারতীয় সমর্থকদের এহেন আত্মবিশ্বাসের প্রধান কারণই হল- টিমের পারফরম্যান্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের তিনটে ম্যাচেই দুর্ধর্ষ জয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরেও, বিরাট-রোহিতরা রান না পাওয়ার পরেও, মিডল আর লোয়ার মিডল অর্ডার ব্যাটিং বিপর্যয় সামলে নিয়েছে। সবমিলিয়ে, অজিদের বিরুদ্ধে ভারতকে এগিয়ে রাখছে ভক্ত থেকে ক্রিকেট বিশেষজ্ঞ।
এহেন পরিস্থিতিতে আজব মন্তব্য করেছেন কামরান আকমল। আইসিসি টুর্নামেন্টে ভারত বনাম অস্ট্রেলিয়ার পরিসংখ্যান দেখে তাঁর পরামর্শ, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নীল জার্সি পরা ঠিক হবে না রোহিতদের। উল্লেখ্য, নীল জার্সি পরে বলে ভারতীয় দলকে মেন ইন ব্লু বলে সম্বোধন করে ক্রিকেটমহল। কিন্তু মেন ইন ব্লুর পরনে সেই নীল জার্সিই দেখতে চান না প্রাক্তন পাক ক্রিকেটার! তাঁর মতে, সেমিফাইনালে গেরুয়া জার্সি পরে নামুক ভারত। প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নীল-গেরুয়া মিশেলে জার্সি পরেছিলেন বিরাট কোহলিরা। ২০২৩ বিশ্বকাপে প্র্যাক্টিসের সময় ভারতীয় দল গেরুয়া জার্সি পরত। সেই গেরুয়া জার্সির প্রসঙ্গই তুলে ধরে হাস্যকর পরামর্শ দিলেন কামরান আকমল। যদিও ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ভারতকে নিয়ে রসিকতা করে এমন আজব দাবি করেছেন প্রাক্তন পাক তারকা। রসিকতা করে একই কথা বলেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও। তাঁর কথায়, ট্র্যাভিস হেডের তাণ্ডব থেকে বাঁচতে ভারতের হয়তো উচিত জার্সির রং বদলে ফেলা।
