shono
Advertisement
Shreyas Iyer

মাত্র দু'মাসে ওজন কমল ৬ কেজি! ফিট হয়েও খেলায় ফিরতে পারছেন না শ্রেয়স

প্লীহার ভয়াবহ চোট পেয়েছিলেন শ্রেয়স।
Published By: Subhajit MandalPosted: 09:29 PM Dec 30, 2025Updated: 09:29 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর চোটের যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন তিনি। নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নামার জন্য প্রস্তুতও হচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফিট সার্টিফিকেট পেলেন না ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। কারণ, চোটের জন্য দু'মাসে তাঁর ওজন কমে গিয়েছে ৬ কেজি! যার ফলে অনেকটা কমে গিয়েছে শক্তিও। যার ফলে আরও কিছুদিন বিসিসিআইয়ের সেন্টার অফ অ্যাক্সেলেন্সে থাকতে হচ্ছে শ্রেয়সকে।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লীহায় ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। দিনতিনেক পরে হাসপাতাল থেকে ছাড়া পান। বোর্ডের মেডিক্যাল টিম তৎপরতা না দেখালে, তাঁর জীবন সংশয় হতে পারত। দেশে ফিরে রিহ্যাব শুরু করেন। যান বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। মাসখানেক সেখানেই আছেন শ্রেয়স। রিহ্যাব শেষ।

অস্ট্রেলিয়ার হাসপাতালে শ্রেয়স। ফাইল ছবি।

গত ২৩ ডিসেম্বর থেকেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন তিনি। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শ্রেয়সের চোটের পরিস্থিতি এবং নেটে তাঁর ব্যাটিং-দু’টোই পরীক্ষা করে দেখা হয়। সূত্রের খবর, দুটোর রিপোর্টই সন্তোষজনক। সব ঠিক থাকলে ৩১ ডিসেম্বর অর্থাৎ বুধবারই তাঁর সেন্টার অফ এক্সেলেন্স ছাড়ার কথা ছিল। কিন্তু তেমনটা হচ্ছে না। শেষ মুহূর্তে এনসিএর চিকিৎসকরা আবিষ্কার করলেন, প্লিহার ভয়ংকর চোটের জন্য মাত্র একমাসে ছ'কেজি ওজন কমে গিয়েছে শ্রেয়সের। ফলে কমেছে তাঁর শক্তিও। যা খবর তাতে শ্রেয়সকে আরও এক সপ্তাহ সেন্টার অফ এক্সেলেন্সে থাকতে হবে। তাঁর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ওজন এবং শক্তির সামঞ্জস্য না তৈরি হলে তাঁকে 'ফিট টু প্লে' সার্টিফিকেট দেওয়া হবে না।  

প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, আগামী ৩ এবং ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন তিনি। ওই ম্যাচের ধকল সামলে নিতে পারলেই সহ-অধিনায়কের জাতীয় দলে প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে যাবে। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। সেই সিরিজে খেলার সম্ভাবনা ছিল তাঁর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়ংকর চোটের যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন তিনি।
  • নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নামার জন্য প্রস্তুতও হচ্ছিলেন।
  • শেষ পর্যন্ত ফিট সার্টিফিকেট পেলেন না ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার।
Advertisement