shono
Advertisement
Jason Holder

এক বছরে সর্বাধিক উইকেট! রশিদকে পিছনে ফেলে টি-২০'তে নজির নাইট তারকার

বল হাতে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ককে।
Published By: Prasenjit DuttaPosted: 06:00 PM Dec 31, 2025Updated: 07:28 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির নাইট রাইডার্স তারকা জেসন হোল্ডারের (Jason Holder)। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার। ক্যারিবিয়ান তারকা পিছনে ফেলেছেন আফগান স্পিনার রশিদ খানকে।

Advertisement

প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ২০২৫ সালে সব মিলিয়ে ৬৯ টি-টোয়েন্টি খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ৯৭। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দল তো বটেই, খেলেছেন বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং আবু ধাবি নাইট রাইডার্সের জার্সি গায়ে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে তাঁকে। দু'টি ফ্র্যাঞ্চাইজিই শাহরুখ খানের। অতীতে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন। এবার দীর্ঘ দর কষাকষির পর ৭ কোটি টাকায় গুজরাট টাইটান্সে গিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

আইপিএল তো বটেই, তিনি খেলেছেন পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও যথেষ্ট খেলেছেন হোল্ডার। এহেন তারকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩ ম্যাচে ৩১ উইকেট, আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ১৮ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে পেয়েছেন ৮ ম্যাচে ৯ উইকেট। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের জার্সিতে ১০ ম্যাচে ১৩ এবং ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি।

এর আগে ২০১৮ সালে টি-টোয়েন্টিতে ৯৬ উইকেট নিয়েছিলেন রশিদ। তবে একটা ক্ষেত্রে তিনি এখনও এগিয়ে হোল্ডারের থেকে। রশিদ ৬১ ম্যাচ খেলে ৯৬ উইকেট পেয়েছিলেন। হোল্ডার ৯৭ উইকেটে পৌঁছতে নিয়েছেন ৬৯ ম্যাচ। ২০১৬ সালে এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে পেয়েছিলেন ৮৭ উইকেট। উল্লেখ্য, ২০২৫ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে নুর আহমেদ। ৬৫ ম্যাচে ৮৬ উইকেট পেয়েছেন তিনি। ৩৫ ম্যাচে ৭১ উইকেট নিয়ে তৃতীয় পাকিস্তানের হাসান আলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নজির নাইট রাইডার্স তারকা জেসন হোল্ডারের।
  • টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার।
  • ক্যারিবিয়ান তারকা পিছনে ফেলেছেন আফগান স্পিনার রশিদ খানকে।
Advertisement