সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম কি সত্যিই 'গম্ভীর'? খুব একটা হাসিখুশি দেখা যায় না ভারতের জাতীয় দলের কোচকে। তবে ‘কপিল শর্মা শো’য়ে রীতিমতো 'রসিক' গম্ভীরকে পাওয়া গেল। সবার সঙ্গেই মজা করছেন, বিভিন্ন নাম দিচ্ছেন। তার মধ্যে জাতীয় দলের এক ক্রিকেটারকে 'জামাই' বলেও উল্লেখ করেন। কাকে বলছেন তিনি?
জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’য়ে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন গৌতম গম্ভীর, অভিষেক শর্মা, যুজবেন্দ্র চাহাল ও ঋষভ পন্থ। সম্প্রতি তার প্রচারের জন্য দেড় মিনিটের একটি প্রোমো পোস্ট করা হয়েছে। তাতে সকলেই কমবেশি খুনসুটিতে ব্যস্ত। কোচ গৌতম গম্ভীরকে নিয়ে মজা করতেও ছাড়েননি ক্রিকেটাররা।
সেখানে সঞ্চালক কপিল শর্মা দর্শকদের উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ভারতীয় দলে সবচেয়ে বেশি 'দাবিদাওয়া' কার? সঙ্গে সঙ্গে এক দর্শক প্রশ্ন করেন, "আমার মনে হয় হার্দিক পাণ্ডিয়া।" গম্ভীরও এই কথার সঙ্গে সহমত। মুচকি হেসে তিনি বলেন, "ও তো জামাই আদর চায়। সেভাবেই সবসময় ঘুরে বেড়ায়।" গম্ভীরের কথায় সকলেই হেসে ওঠেন।
কপিল এরপর প্রশ্ন করেন, কেন গৌতম এতো গম্ভীর থাকেন? তাতে ভারতের কোচ বলেন, "আমি সবসময় গম্ভীর থাকি, যাতে বাকিরা হাসতে পারে। কাউকে না কাউকে তো সেটা করতেই হত।" তিনি আরও বলেন, "লোকে বলে আমি ম্যাচের সময় লড়াই করি। কিন্তু আমি কার জন্য লড়াই করি? সেটা দেশের জন্য, নিজের জন্য নয়।"
