সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা যে ভারতীয় দলে এখনও অপরিহার্য, তা রাঁচিতে আবারও প্রমাণ করেছেন। একজন সর্বাধিক ছক্কার নজির গড়ে হাফসেঞ্চুরি করেছেন। আরেকজন হাঁকিয়েছেন ৫২তম সেঞ্চুরি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের ইনিংস সাজঘরে বসে গম্ভীরভাবে দেখেছেন গৌতি। টিম ইন্ডিয়ার 'হেডস্যর' হাততালি দিয়েছেন। শুভেচ্ছাও জানিয়েছেন। তবে মুখে অবশ্য হাসির রেশটুকুও ছিল না। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল।
জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করলেন বিরাট। ওয়ানডে’তে ৫২তম সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন। যা প্রাণ সঞ্চারিত করল গোটা স্টেডিয়ামে। এক সমর্থক তো নিরাপত্তার বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়লেন। তাঁকে অবশ্য তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হল। তখনও গম্ভীরকে সাজঘরে সানগ্লাস পরে হাততালি দিতে দেখা গিয়েছে।
টিম ইন্ডিয়ার হেডকোচ কেন সানগ্লাস পরে বসে, তা নিয়ে সোশাল মিডিয়ায় কথা উঠেছে। নেটিজেনরা বলছেন, ইচ্ছাকৃতভাবে এটা করেছেন গম্ভীর। চশমা পরার একটাই কারণ, যাতে চোখের অভিব্যক্তি বোঝা না যায়। শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৫ রানে আউট হয়ে যখন সাজঘরে ফিরলেন বিরাট, তখন অবশ্য ড্রেসিংরুমে তাঁকে জড়িয়ে ধরেছেন গৌতম গম্ভীর।
উল্লেখ্য, ২৮০ দিন পর সেঞ্চুরি করলেন কোহলি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩তম সেঞ্চুরি হল তাঁর। শীর্ষে থাকা শচীনের থেকে এখন ১৭ ধাপ পিছনে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্টে করেছেন ৫১টি। এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল মাস্টার ব্লাস্টারের নামে। সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি।
এখানেই শেষ নয়। অজি কিংবদন্তি রিকি পন্টিংকেও টেক্কা দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন নম্বরে নেমে পন্টিংয়ের ছয়ের সংখ্যা ২১৭। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নান্দ্রে বার্গারের বলে সোজা ছক্কা হাঁকিয়ে সেটা ভেঙে ফেললেন কোহলি। অনেকেই বলছেন, কোহলির এমন এমন রেকর্ড গড়া ইনিংসের পর হয়তো দর্পচূর্ণ হয়েছে গম্ভীরের। তাই শেষ পর্যন্ত তাঁকে জড়িয়ে ধরেছেন তিনি।
