shono
Advertisement
Women's Cricket World Cup 2025

অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্যাবে নজর, হোবার্ট থেকে মধ্যরাতে বিশ্বকাপে স্মৃতিদের সমর্থনে গম্ভীররা

জেমাইমাদের পাশে দাঁড়িয়ে উৎসাহও দিয়েছেন পুরুষ দলের ক্রিকেটাররা।
Published By: Arpan DasPosted: 09:38 PM Nov 02, 2025Updated: 09:38 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পুরুষ দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায়। কিন্তু মন পড়ে রয়েছে ভারতে। কেনই বা হবে না? নবি মুম্বইয়ে যে বিশ্বজয়ের লড়াইয়ে নেমেছে ভারতের মেয়েরা। হোবার্টে অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর পর গম্ভীরদের নজর ট্যাবে। যেখানে চলছে মহিলা ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল।

Advertisement

বিসিসিআই থেকে সোশাল মিডিয়ায় একটি ছবি আপলোড করা হয়। যেখানে দেখা যায় হেড কোচ গৌতম গম্ভীর, ফিল্ডিং কোচ টি দিলীপ, ক্রিকেটার রিঙ্কু সিং ও জশপীত বুমরাহ এবং আরও কয়েকজন সাপোর্ট স্টাফ ট্যাবে ম্যাচ দেখছেন। বোর্ডের ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'উইমেন ইন ব্লুকে সমর্থন'। অস্ট্রেলিয়া যেহেতু ভারতের থেকে সময়ে এগিয়ে থাকে, তাই সেখানে এখন মধ্যরাত।

এর আগে জেমাইমাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছেন পুরুষ দলের কোচ-ক্যাপ্টেন। বিসিসিআইয়ের তরফ থেকে পোস্ট করা ভিডিওতে গম্ভীর বলছেন, “ভারতীয় দলের সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের তরফে আমি মহিলা দলকে শুভেচ্ছা জানাই। ফাইনাল উপভোগ করো, সাহসী হও। ভুল করতে ভয় পেও না। তোমরা ইতিমধ্যেই দেশকে গর্বিত করেছ।”

ভারতের মহিলা দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জেতেনি। অন্যদিকে ২০২৩-এ মুম্বইয়ে পুরুষদের বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল বুমরাহদের। আবার ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ। সেখানে ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ চলছে অস্ট্রেলিয়ায়। যেখানে তৃতীয় টি-টোয়েন্টিতে অনবদ্য প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া। ভারতের সামনে ১৮৭ রানের লক্ষ্য রেখেছিল অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য অনায়াসেই তুলে নেয় ভারত। ৫ উইকেটে এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরলেন সূর্যকুমাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের পুরুষ দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায়। কিন্তু মন পড়ে রয়েছে ভারতে।
  • কেনই বা হবে না? নবি মুম্বইয়ে ভারতের মেয়েরা যে বিশ্বজয়ের লড়াইয়ে নেমেছে ভারতের মেয়েরা।
  • হোবার্টে অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর পর গম্ভীরদের নজর ট্যাবে।
Advertisement