shono
Advertisement
Gautam Gambhir

কোটি কোটি ভারতবাসী কোচের পাশে! 'ভালো মানুষ' গম্ভীরের সমর্থনে নাইট প্রাক্তনী 

কী বলেছেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 02:32 PM Dec 03, 2025Updated: 02:50 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাটিতে একের পর এক টেস্ট সিরিজ হারের পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) রণনীতি প্রশ্নের মুখে। লজ্জার এই পরাজয়ে টিম ইন্ডিয়ার হেডকোচকে শুনতে হয়েছে দুয়োধ্বনি। কেউ বলেছেন 'গো ব্যাক', 'হায় হায়', কেউ বলেছেন 'কোচিং ছোড় দো'। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন কেকেআর তারকা রহমানুল্লা গুরবাজ।

Advertisement

২০২৪ সালে আইপিএল জয়ী কেকেআর দলের সদস্য ছিলেন গুরবাজ। তাঁর মতে, 'গৌতম স্যর'-এর বিরুদ্ধে এমন বিক্ষোভের কোনও মানে নেই। আইএলটি২০-র চতুর্থ মরশুমের ফাঁকে সংবাদ সংস্থা পিটিআই-কে ২৪ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, "১৪০ কোটি মানুষের দেশ ভারত। এরমধ্যে ২০-৩০ লক্ষ মানুষ গম্ভীরের বিরুদ্ধে। বাকিরা গৌতম স্যর এবং ভারতীয় দলের সঙ্গে। তাই যারা বিরোধিতায় মেতে উঠেছে, তাদের সম্পর্কে কথা বলার কোনও মানে হয় না।" অর্থাৎ তার মানে এটাই দাঁড়ায়, কোটি কোটি ভারতবাসী কোচের পাশেই রয়েছেন। 

তিনি আরও বলেন, "আমার কেরিয়ারে এখন পর্যন্ত সেরা কোচ তিনিই। এমনকী সেরা পরামর্শদাতা, ভালো মানুষও তিনি। তিনি যেভাবে কাজ করেন, তা আমি পছন্দ করি।" গম্ভীরের আমলে ভারতীয় দল যে সাফল্য পেয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন গুরবাজ। তাঁর কথায়, "গম্ভীরের আমলেই ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ জিতেছে। বেশ কিছু সিরিজও জিতেছে। তাই একটি সিরিজ হারের পর গম্ভীরের একার কাঁধে দোষ দেওয়া যায় না।"

গুরবাজ জানিয়েছেন, কেকেআরে গম্ভীরই চাপমুক্ত পরিবেশ তৈরি করেছিলেন। যা তাঁদের আরও ভালো খেলার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল সকলকে। আফগান তারকার কথায়, "তাঁর কাজের ধরন আমার খুবই ভালো লাগে। পরিবেশ ভালো থাকলে এমনিতেই দল ভালো জায়গায় থাকবে। তিনি আমাদের জন্য সেই পরিবেশকে খুব সহজ করে তুলেছিলেন। অতিরিক্ত কোনও চাপ ছিল না। কোনও কঠোরতা ছিল না। সেই কারণেই আমরা টুর্নামেন্ট জিতেছি। তিনি কঠোর নন। শৃঙ্খলাবদ্ধ। একবার শৃঙ্খলা ভাঙলে তিনি কড়া।" উল্লেখ্য, গম্ভীরের আমলে শেষ সাতটি টেস্টের মধ্যে পাঁচটিতে হেরেছে ভারত। আর তারপর থেকে চলছে টিম ইন্ডিয়ার হেডকোচের রণনীতির সমালোচনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘরের মাটিতে একের পর এক টেস্ট সিরিজ হারের পর গৌতম গম্ভীরের রণনীতি প্রশ্নের মুখে।
  • লজ্জার এই পরাজয়ে টিম ইন্ডিয়ার হেডকোচকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।
  • এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন কেকেআর তারকা রহমানুল্লা গুরবাজ।
Advertisement