সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে টেস্ট হেরে প্রবল চাপে ভারত। তার মধ্যেই রোহিত শর্মাদের ড্রেসিংরুমে অশান্তির আবহ। শোনা যাচ্ছে, হারের পর নাকি ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন কোচ গৌতম গম্ভীর। তাঁর রোষে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলিও। কিন্তু সিডনি টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এসে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন গম্ভীর।
শুক্রবার সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া। আপাতত সিরিজে ২-১ এগিয়ে অজিরা। সিরিজ জেতার আশা শেষ ভারতের। শেষ টেস্টে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কিছুটা বেঁচে থাকবে। কিন্তু ড্র বা হারলে আর ফাইনাল খেলা হবে না রোহিতদের। সবমিলিয়ে সিডনিতে মরণবাঁচন ম্যাচ ভারতের। কিন্তু সেই ম্যাচের আগে ড্রেসিংরুমের অশান্তি নিয়ে বিপাকে ভারতীয় শিবির। মেলবোর্নে হারের পর নাকি ড্রেসিংরুমে গিয়ে বিরাট-রোহিত থেকে শুরু করে অন্য ক্রিকেটারদের উপর ক্ষোভে ফেটে পড়েছেন গম্ভীর, এমনটাই খবর ছড়ায়।
সাংবাদিক সম্মেলনে এসে গম্ভীর বলেন, "ড্রেসিংরুমে কোচ এবং ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকে। তবে সেই ড্রেসিংরুমে যদি সৎ মানুষজন থাকে তবে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত থাকবে। পারফরম্যান্সের ভিত্তিতেই ঠিক হবে ড্রেসিংরুমে কাদের থাকা উচিত। সেখানে খুব সৎভাবে কথোপকথন হয়েছে, আর সেটাই জরুরি।" গম্ভীর আরও বলেন, "ড্রেসিংরুমে একটাই আলোচনা হয়, সেটা হচ্ছে দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। দলের যা প্রয়োজন ঠিক সেভাবেই খেলতে হবে।"
নাম না করে ঋষভ পন্থকেও একহাত নিয়েছেন ভারতীয় দলের হেডস্যর। সাংবাদিক সম্মেলনে এসে গম্ভীর বলেন, "দলগত খেলায় নিজের স্বাভাবিক ভঙ্গিতে খেলাই যায়। কিন্তু যখন দলের প্রয়োজন, তখন দলের চাহিদা মতোই খেলতে হবে।" গম্ভীরের মতে, এই ধরনের আলোচনাই হয়েছে ড্রেসিংরুমে। বিরাট এবং রোহিতের সঙ্গে তর্কাতর্কির খবর উড়িয়ে দিয়ে গম্ভীরের দাবি, টেস্ট জেতা ছাড়া আর কোনও বিষয় নিয়ে বিরাট-রোহিতের সঙ্গে কথা হয়নি।