সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনের টার্নিং পিচ হোক কিংবা গুয়াহাটির 'স্পোর্টিং' পিচ, সবেতেই ব্যর্থ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারত। টিম ইন্ডিয়ার ব্যর্থতার যেন কিছুতেই কোনও সমাধান হচ্ছে না। এভাবে একের পর এক টেস্টে হারের পর তাঁর রণনীতি প্রশ্নের মুখে। প্রাক্তনরাও গম্ভীরের নীতিকে একহাত নিয়েছেন। তাহলে কি টেস্ট ক্রিকেটে 'গম্ভীর যুগে'র অবসান হতে চলেছে? হোয়াইটওয়াশ হয়েও গদি ছাড়তে নারাজ তিনি। আপাতত তিনি বল ঠেললেন বিসিসিআইয়ের কোর্টে।
গম্ভীরের জমানায় গত একবছরে দেশের মাটিতে পাঁচ-পাঁচটা টেস্টে পরাজয়। বিরাট-রোহিতদের জমানায় যা ছিল অসম্ভব, সেই শব্দটা এখন আর গম্ভীরের অভিধানে নেই। ২৫ বছর পর ভারতের মাটিতে ২-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটি টেস্টের পর সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে কিছু কঠিন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়। তাঁকে সরাসরি জিজ্ঞেস করা হয় ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে তাঁর ভবিষ্যৎ নিয়ে। জবাবে গম্ভীর বলেন, "এটা তো বিসিসিআইয়ের সিদ্ধান্ত। আমি নই, সবার আগে আমার কাছে ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ। তবে আমরাই ইংল্যান্ডে ভালো ফলাফল করেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি। আমরা এমন একটা দল, যারা প্রতিনিয়ত শিখছে।"
ইডেন হোক বা গুয়াহাটি, সবেতেই একাধিক ভুলের মাশুল গুনেছে টিম ইন্ডিয়া। গম্ভীর বলেন, "দোষ সবার। তবে দোষীদের তালিকা যদি করতে হয়, তাহলে আমাকে দিয়েই শুরু করতে হয়। আসলে এটা ট্রানজিশন। তাই সময় তো দিতেই হবে। আমাদের আরও ভালো খেলতে হবে। একটা সময় আমাদের রান ছিল ১ উইকেটে ৯৫। সেখান থেকে স্কোর লাইন ৯৫/৭ হয়ে যাবে, এটা কখনওই গ্রহণযোগ্য নয়। তবে এর জন্য কোনও ক্রিকেটারকে আলাদাভাবে দায়ী করা যায় না। দোষ সবার। আমি কখনও নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করিনি। আগামিদিনেও করব না।"
তবে অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব যে টিম ইন্ডিয়ার হেডকোচ অনুভব করছেন তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন গম্ভীর। তাঁর কথায়, "আমরা একসঙ্গে অনেক অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়েছি। সেই কারণেই বলব, আমরা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা মানিয়ে নেওয়া খুব কঠিন। সেই কারণেই প্রত্যেককে সময় দেওয়া জরুরি। আমার মনে পড়ে না, এর আগে ভারতীয় দলে একসঙ্গে ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই এভাবে ট্রানজিশন হয়েছে বলে। আগে ব্যাটিং বিভাগ ভালো খেলত। বোলিংয়ে ট্রানজিশন হত। কিন্তু আমাদের এই দলটাই তো ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা সকলের বোঝা উচিত। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখতে গেলে অভিজ্ঞতা থাকা দরকার।" উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবাচ্ছে কোচ গৌতম গম্ভীরের লজ্জার রেকর্ড। তাঁর অধীনে ১৮ ম্যাচ খেলে মাত্র ৭টি জিততে পেরেছে ভারত।
