shono
Advertisement
Hardik Pandya

কটাক্ষ থেকে জয়ধ্বনি, বছর ঘুরতেই হার্দিককে কাছে টেনে সম্মান ফিরিয়ে দিল ওয়াংখেড়ে

'ধাত্রীভূমি'কে ধন্যবাদ জানাতে ভুললেন না হার্দিক।
Published By: Anwesha AdhikaryPosted: 12:09 AM May 22, 2025Updated: 12:09 AM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দিত থেকে বন্দিত। গত বছর যে ওয়াংখেড়েতে নামলেই তাঁর নামে কুৎসা আর কটাক্ষ উড়ে আসত, সেই ওয়াংখেড়েই আজ জয়ধ্বনি দিল তাঁর নামে। এমন ভালোবাসা পেয়ে পুরনো যন্ত্রণা ভুলে গেলেন তিনিও। যেভাবে আবার তাঁকে কাছে টেনে নিয়েছে ওয়াংখেড়ে, তার জন্য ধন্যবাদ জানালেন 'ধাত্রীভূমি'কে।

Advertisement

তিনি হার্দিক পাণ্ডিয়া। গুজরাট টাইটান্স থেকে গত বছর ফিরেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে, যে মুম্বই তাঁকে পরিচিতি দিয়েছে। কিন্তু রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের মাথায় নেতৃত্বের তাজ তুলে দেওয়াটা একেবারেই মানতে পারেনি মুম্বইয়ের ভক্তকুল। তাঁদের ক্ষোভ-রোষ একেবারে আছড়ে পড়ে হার্দিকের উপর। ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলতে নামলেও গোটা গ্যালারি দুয়ো দিয়েছে তাঁকে। কেবল ওয়াংখেড়ে নয়, দেশের যে প্রান্তেই গিয়েছেন সেখানেই কটাক্ষ ধেয়ে এসেছে হার্দিকের দিকে। রক্ষা পায়নি তাঁর পরিবারও। পয়েন্ট টেবিলে সকলের শেষে থেকে আইপিএল শেষ করেছিল মুম্বই।

কিন্তু বছর ঘুরতেই পালটে গেল ছবিটা। অধিনায়ক হার্দিককে আপন করে নিল মুম্বই। আর গ্যালারির এই সমর্থন পেয়ে ছুটতে শুরু করল হার্দিকের দল। টুর্নামেন্টের শুরুতে খানিকটা হোঁচট খেলেও ঠিক সময়ে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে জায়গা করে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আর শাপমুক্তি হল অধিনায়ক হার্দিকেরও। মুম্বইয়ের জার্সিতে আইপিএল জিতেছেন তিনি। কিন্তু অধিনায়ক হিসাবে মুম্বইকে ট্রফি জেতাতে পারেননি। প্লে অফে ওঠার পর এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন কুংফু পাণ্ডিয়া।

তবে এত কিছুর মধ্যে প্রিয় ওয়াংখেড়েকে ধন্যবাদ জানাতে ভোলেননি হার্দিক। ম্যাচ শেষ হতেই সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট, 'প্লে অফে উঠলাম, এবার ওখানেই সকলের সঙ্গে দেখা হবে। গোটা মরশুমজুড়ে যেভাবে আমাদের ভালোবেসেছ ওয়াংখেড়ে, তার জন্য ধন্যবাদ।' ২০১৫ সালে এই ওয়াংখেড়েতেই প্রথমবার আইপিএল খেলতে নেমেছিলেন হার্দিক। ঠিক ১০ বছর পর সেই মাঠেই অধিনায়ক হিসাবে মুম্বইকে আরও একধাপ এগিয়ে দিলেন ট্রফি জয়ের দিকে। কথায় আছে, সময় সব দুঃখ ঘুচিয়ে দেয়। বুধবারের ওয়াংখেড়েও দু'হাত ভরে দিল হার্দিককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুজরাট টাইটান্স থেকে গত বছর ফিরেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে, যে মুম্বই তাঁকে পরিচিতি দিয়েছে।
  • বছর ঘুরতেই পালটে গেল ছবিটা। অধিনায়ক হার্দিককে আপন করে নিল মুম্বই।
  • ২০১৫ সালে এই ওয়াংখেড়েতেই প্রথমবার আইপিএল খেলতে নেমেছিলেন হার্দিক। ঠিক ১০ বছর পর সেই মাঠেই অধিনায়ক হিসাবে মুম্বইকে আরও একধাপ এগিয়ে দিলেন ট্রফি জয়ের দিকে।
Advertisement