সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। ফাইনালে মাঠে নামতে পারেননি। চোট সেরে ওঠেনি বলে অস্ট্রেলিয়াগামী বিমানেও উঠতে পারেননি তিনি। এবার পুরোপুরি ফিট হয়ে উঠেছেন হার্দিক পাণ্ডিয়া। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে তাঁকে বল করার ছাড়পত্র দেওয়া হয়েছে। বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার্দিকের কামব্যাক হতে চলেছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে দেখা যেতে পারে।
চোট পাওয়ার পর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন পাণ্ডিয়া। সেখানেই তিনি রিহ্যাব করেন। সোশাল মিডিয়ায় সেই সব ছবিও পোস্ট করেন তারকা অলরাউন্ডার। বিসিসিআইয়ের স্পষ্ট নির্দেশ রয়েছে, জাতীয় দলে ফিরতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলে ফিরতে হবে। বোর্ডের সেই নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে মনস্থির করেছেন হার্দিক।
প্রথমে ঠিক ছিল ২ ডিসেম্বর পাঞ্জাব বা ৪ ডিসেম্বর গুজরাটের বিরুদ্ধে ফিরতে পারেন হার্দিক। তবে দু'টোর কোনওটাই হচ্ছে না। বরোদার তার পরের ম্যাচ ৬ ডিসেম্বর হরিয়ানার বিরুদ্ধে। সেই ম্যাচে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বোর্ড। তবে হার্দিককে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। তাই সৈয়দ মুস্তাক আলির টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা নেওয়া হবে হার্দিক কতটা চাপ নিতে পারছেন না। জাতীয় নির্বাচক প্রজ্ঞান ওঝাকে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিকের শারীরিক অবস্থা ও পারফরম্যান্সের রিপোর্ট জমা দিতে। তারপরই ঠিক হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক খেলবেন কি না? ৯ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদবরা।
