সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা করেছিলেন ছয় দিয়ে। হাফসেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়ে। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে নির্মম হার্দিক পাণ্ডিয়া। আর হাফসেঞ্চুরি হাঁকিয়ে হাজির 'প্রেমিক' হার্দিক। প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। তবে ভারতীয় অলরাউন্ডার আগেই জানতেন তিনি ছয় মেরে ইনিংস শুরু করবেন।
পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের জয়ে সঞ্জু স্যামসন, তিলক বর্মারাও রান পেয়েছেন। তবে হার্দিক পাণ্ডিয়া মেজাজে থাকলে আর কারও উপর কি আলো পড়ে? শুরুটা করলেন ছয় দিয়ে। প্রথম সাত বলে রান ৩১। লিন্ডের এক ওভারে নিলেন ২৭ রান। শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি এল ১৬ বলে। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি এল ১৬ বলে। আর তারপরই গ্যালারিতে উপস্থিত প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশে উড়ন্ত চুমু হার্দিকের। ২৫ বলে ৬৩ রান করে শেষ ওভারে আউট হন।
ম্যাচের পর হার্দিকের বক্তব্য, "আমি সতীর্থ ও প্রেমিকাকে আগেই বলেছিলাম, মাঠে নেমে প্রথম বলেই ছয় মারব। আমার মনে হচ্ছিল, আজকের দিনটা আমার হবে। আমার আত্মবিশ্বাস ছিল, ভালো খেলব। আমি ম্যাচের সেরা হওয়ার জন্য খেলি না। আমি দেশের হয়ে ম্যাচ জিততে চাই।"
হার্দিকের সংযোজন, "ও আমার বিরুদ্ধে নিউ চণ্ডীগড়ে ভালো বল করেছে। সেটা আমার মাথায় ছিল। আজকের পরিস্থিতি আমাদের পক্ষে ছিল। আমি সব দিক হিসেব করে ঝুঁকি নিয়েছিলাম। নিজের উপর ভরসা ছিল, সেটা কাজে লেগেছে। যত বাধাবিপত্তি আসুক না কেন, শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করাটাই আসল। আমার পরিশ্রম করা কখনও কমবে না, প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাই না।"
