shono
Advertisement
Virat Kohli

'ওরা টিমকে চাঙ্গা করে দেয়', 'রো-কো'র প্রশংসায় পঞ্চমুখ গম্ভীরের 'প্রিয়পাত্র' হর্ষিত

টেস্ট সিরিজে হারের পর থেকে কার্যত তলানিতে এসে ঠেকেছিল ভারতীয় ক্রিকেটারদের মনোবল।
Published By: Anwesha AdhikaryPosted: 09:19 PM Dec 02, 2025Updated: 09:19 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে গৌতম গম্ভীরের প্রিয়পাত্র বলেই চেনে ক্রিকেটমহল। বিতর্ক, সমালোচনা সত্ত্বেও তাঁকে বারবার প্রথম একাদশে সুযোগ দিয়েছেন ভারতীয় দলের হেডকোচ। সেই হর্ষিত রানার মুখে এবার বিরাট কোহলি-রোহিত শর্মার ভূয়সী প্রশংসা। তরুণ পেসারের কথায়, রো-কো থাকলে গোটা টিমের পরিবেশ আরও ভালো হয়ে ওঠে।

Advertisement

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। জিতে নিয়েছে প্রথম ম্যাচ। বুধবার দ্বিতীয় ম্যাচে নামার আগেই দুই সিনিয়রকে প্রশংসায় ভরিয়ে দিলেন হর্ষিত। তাঁর কথায়, "বিরাট-রোহিতের সঙ্গে একই দলে থাকাটা আমার কাছে খুবই বড় ব্যাপার। গোটা টিমের পক্ষেই খুব ভালো। মাঠে এবং ড্রেসিংরুমে যখন এত অভিজ্ঞ ক্রিকেটাররা থাকেন, সেটা দলের পরিবেশ আরও ভালো, আরও চাঙ্গা করে তোলে। গোটা টিমের সকলেই তখন চেষ্টা করে নিজেদের আরও উন্নত করতে।"

টেস্ট সিরিজে হারের পর থেকে কার্যত তলানিতে এসে ঠেকেছিল ভারতীয় ক্রিকেটারদের মনোবল। এমনকি গুয়াহাটিতে টেস্ট শেষ হওয়ার পরে দেখা যায়, দুইভাগ ভাগ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। একদিকে কোচ এবং সাপোর্ট স্টাফরা, অন্যদিকে ক্রিকেটাররা। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও এই ছবিই যেন ভারতীয় দলে ভাঙনের প্রমাণ তুলে ধরেছিল। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে গোটা দলের মেজাজটাই পালটে গিয়েছে। ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্যে হাসিখুশি মেজাজে নামছে টিম ইন্ডিয়া।

বুধবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে মেন ইন ব্লু। এই ম্যাচ জিতে গেলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন কে এল রাহুলরা। তবে সিরিজের ফলাফলের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের নজর 'রো-কো'র দিকে। আগের ম্যাচে ভালো ছন্দে থাকলেও সেঞ্চুরি ফস্কেছেন রোহিত। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর শতরানের আশায় ক্রিকেটপ্রেমীরা। বিরাটের সেঞ্চুরিও চাইছেন তাঁরা। সবমিলিয়ে খুশির মেজাজ ভারতীয় শিবিরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। জিতে নিয়েছে প্রথম ম্যাচ।
  • ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্যে হাসিখুশি মেজাজে নামছে টিম ইন্ডিয়া।
  • এই ম্যাচ জিতে গেলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন কে এল রাহুলরা।
Advertisement