সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো দল মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে তাঁর। আসন্ন ঘরোয়া মরশুমে তাঁকে খেলতে দেখা যাবে গোয়ার হয়ে। কেন এমন সিদ্ধান্ত? প্রথমে জানা গিয়েছিল, কারণটা নিতান্তই ব্যক্তিগত। তবে যত দিন যাচ্ছে, বেরিয়ে প্রকাশ্যে আসছে নানা তথ্য। শোনা যাচ্ছে, স্রেফ ব্যক্তিগত কারণ নয়, যশস্বী জয়সওয়ালের মুম্বই ছাড়ার নেপথ্যে অন্য কারণও রয়েছে।
শোনা যাচ্ছে, মুম্বই টিমের সঙ্গে যশস্বীর বনিবনা হচ্ছিল না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবিও এমন। রনজি ট্রফি চলাকালীন নাকি দলের অধিনায়ক এবং সাপোর্ট স্টাফের এক সদস্যের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন তরুণ ব্যাটার। পিটিআই সূত্রে জানা গিয়েছে, চলতি বছর বছর জানুয়ারির মাসে জম্মু-কাশ্মীরের বিপক্ষে রনজি খেলতে গিয়ে ওই কাণ্ডটি ঘটান যশস্বী। রোহিত শর্মাও ছিলেন মুম্বই দলে। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে রাহানের ঝামেলা হয়। যশস্বীর শটে খুশি হতে পারেননি তিনি। ঘটনাচক্রে যশস্বীও নাকি পালটা রাহানের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেন। শেষমেশ ম্যাচ হেরে রনজি থেকে বিদায় নেয় মুম্বই।
এরপর দলের প্রতি যশস্বীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দেন যশস্বীরা। যা শুনে প্রচণ্ড রেগে যান ২৩ বছরের এই ক্রিকেটার। ড্রেসিংরুমে ফিরে রাহানের কিটব্যাগে নাকি লাথিও মেরেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার।
ম্যাচ হেরে মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাতিল বলেন, "মুম্বইয়ের ইতিহাসে সবচেয়ে লজ্জার হার এটা। ভারতীয় দলের ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছিল। যারা বাদ পড়েছিল, তারাও কিন্তু প্রতিভাবান। যারা মুম্বইয়ের হয়ে খেলে, তারা কিন্তু উজাড় করে দেয়। এটাই এই দলের সংস্কৃতি।" সঞ্জয় পাতিলের মন্তব্য শোনার পর যশস্বী মনে করেন, তাঁকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করা হয়েছে।
এখানেই শেষ নয়। জানা গিয়েছে, অজিঙ্ক রাহানের সঙ্গেও নাকি তাঁর সম্পর্ক ভালো নয়। দুই ক্রিকেটারের মধ্যে অশান্তি শুরু সেই ২০২২ সালে। একটি ম্যাচে বিপক্ষ খেলোয়াড়কে অতিরিক্ত স্লেজিং করেছিলেন যশস্বী। সেই কারণে অধিনায়ক রাহানে মাঠ থেকে বের করে দেন সেই ম্যাচে ৩২৩ বলে ২৬৫ রান করা যশস্বীকে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ জোনের রবি তেজাকে স্লেজিং করছিলেন যশস্বী।
সম্প্রতি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছিল, ‘আমাদের কাছ থেকে এনওসি চেয়েছেন যশস্বী। গোয়ায় যোগ দেওয়াটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’ এরপর শোনা গিয়েছিল, তাঁর পথ অনুসরণ করতে চলেছেন সূর্যকুমার যাদব। তিনিও নাকি গোয়ার পথে পা বাড়িয়েছেন বলে জল্পনা ছিল। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। তবে এ ব্যাপারে নীরবতা ভেঙে একে পত্রপাঠ ‘গুজব’ বলে হেসে উড়িয়ে দিয়েছেন সূর্যকুমার।