shono
Advertisement
ICC Champions Trophy

সেমিফাইনাল-ফাইনালও পাচ্ছে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ্যে

সূত্র বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের গ্রুপে পড়ছে পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড।
Published By: Subhajit MandalPosted: 07:59 PM Dec 21, 2024Updated: 05:11 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পরে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটতে চলেছে। হাইব্রিড মডেলেই আয়োজিত হবে টুর্নামেন্ট। মেগা টুর্নামেন্টের সম্ভাব্য সূচিও প্রস্তুত। এবং সেই সূচি যদি সত্যি হয়, তাহলে আরও ধাক্কা খেতে চলেছে পাকিস্তান।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করার ক্ষেত্রে দুটি শর্ত দিয়েছিল পাকিস্তান। এক ২০৩১ সাল পর্যন্ত কোনও আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ভারতে খেলতে আসবে না। ভারতে আয়োজিত আইসিসি টুর্নামেন্টগুলির পাকিস্তান ম্যাচও করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই শর্ত আংশিক মেনেছে আইসিসি, পুরোপুরি মানা হয়নি। ২০২৭ পর্যন্ত কোনও আইসিসি ট্রফিতেই পাকিস্তানকে ভারতে আসতে হবে না। পাকিস্তানের দ্বিতীয় শর্ত ছিল, ভারত না উঠলে সেমিফাইনাল এবং ফাইনালও করতে হবে পাকিস্তানে। আইসিসি সূত্রে যা খবর, তাতে এই শর্তও মানা হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফানাল-ফাইনাল সবই নিরপেক্ষ ভেন্যুতে করার কথা ভাবা হয়েছে। তবে পাক বোর্ডের জন্য সামান্য স্বস্তির খবর। পিসিবির জন্য বাড়তি ৩৮ কোটি টাকা বরাদ্দ করেছে আইসিসি। এমনটাই দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। 

সূত্র বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের গ্রুপে পড়ছে পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। মেগা টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ৯ মার্চ। ফাইনালের জন্য রিজার্ভ ডে-আছে। প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ হতে পারে দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল এবং ফাইনালই হবে নিরপেক্ষ ভেন্যুতে। অর্থাৎ ভারত না উঠলেও সেমিফাইনাল বা ফাইনাল পাকিস্তান পাচ্ছে না। সেটা পাক বোর্ডের জন্য ধাক্কা। ভারতের প্রথম ম্যাচ সম্ভবত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচেই ভারত-পাক মহারণ। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। সম্ভবত দুবাইয়ে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ।

সাধারণত কোনও প্রতিযোগিতার অন্তত তিনমাস আগে সূচি ঘোষণা করে দিতে হয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও ঘোষণা করতে পারেনি আইসিসি। কারণ একাধিক জটিলতা। এবার সেই জটিলতা কাটার ইঙ্গিত মিলেছে। দ্রুতই সরকারি ঘোষণাও হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘ টালবাহানার পরে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটতে চলেছে।
  • হাইব্রিড মডেলেই আয়োজিত হবে টুর্নামেন্ট।
  • মেগা টুর্নামেন্টেরর সম্ভাব্য সূচিও প্রস্তুত।
Advertisement