shono
Advertisement
T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল? তিন মাস আগেই পাওয়া গেল ইঙ্গিত

কী বলেছে বিসিসিআই সূত্র?
Published By: Prasenjit DuttaPosted: 07:12 PM Nov 21, 2025Updated: 07:49 PM Nov 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্যতম ফেভারিট হিসাবে শুরু করবে ভারত। প্রশ্ন হল, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল কেমন হবে? এ ব্যাপারে বিসিসিআই সূত্রে বড়সড় ইঙ্গিত মিলেছে।

Advertisement

গত মাসে অস্ট্রেলিয়া থেকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে ভারত। এরপর ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে নামতে চলেছেন সূর্যকুমাররা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পরেই এক মাসের বেশি সময় পর, ২১ জানুয়ারি থেকে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, কিউয়িদের বিরুদ্ধে যে দল খেলবে, সেই দলই বিশ্বকাপে খেলবে।

অজিভূমে সিরিজ জিতলেও ভারতীয় দল কিন্তু সমালোচনার ঊর্ধ্বে ছিল না। তার উপর দল নিয়ে বারবার পরীক্ষানিরীক্ষার মাশুলও গুনতে হয়েছে। পাঁচ নম্বর জায়গা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। ক্রিকেট মহলের ধারণা, সঞ্জু স্যামসন, শিবম দুবে অথবা রিঙ্কু সিংয়ের মধ্যে কোনও একজনকে দেখা যাবে। তাছাড়াও সঞ্জু স্যামসনকে ওপেনিং থেকে সরানো কিংবা যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাছাড়াও এশিয়া কাপে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের পর শুভমান গিলও ছন্দে নেই।

এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের এক সূত্র বলছে, "টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র ১০টি টি-টোয়েন্টি বাকি। তাই চোটের কারণে যদি কেউ বাদ না পড়ে, তাহলে দলে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে নির্বাচিত ১৫ জনের দলের পরিবর্তন আনা হবে না।" উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে যথাক্রমে নাগপুর (২১ জানুয়ারি), রায়পুর (২৩ জানুয়ারি), গুয়াহাটি (২৫ জানুয়ারি), বিশাখাপত্তনম (২৮ জানুয়ারি) এবং ত্রিবান্দ্রমে (৩১ জানুয়ারি)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্যতম ফেভারিট হিসাবে শুরু করবে ভারত।
  • প্রশ্ন হল, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল কেমন হবে? এ ব্যাপারে বিসিসিআই সূত্রে বড়সড় ইঙ্গিত মিলেছে।
Advertisement