shono
Advertisement
Virat Kohli

'অতিরিক্ত প্রস্তুতিতে আমি বিশ্বাসী নই', রাঁচিতে ধ্রুপদী ইনিংসের পর মন্তব্য বিরাটের

তাঁর কাছে মানসিক প্রস্তুতিটাই আসল।
Published By: Prasenjit DuttaPosted: 09:02 AM Dec 01, 2025Updated: 01:08 PM Dec 01, 2025

আলাপন সাহা, রাঁচি: প্রায় একমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি। একইসঙ্গে ওয়ানডে কেরিয়ারে ৫২তম শতরানটিও করলেন। শুধু তাই নয়, তাঁর ঝুলিতে এখন সব ফরম্যাট মিলিয়ে ৮৩টি সেঞ্চুরি।

Advertisement

রাঁচিতে অনবদ্য ধ্রুপদী ইনিংস উপহার দেওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) জানিয়ে দিলেন, তিনি কখনও অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাসী নন। ম্যাচ প্র্যাকটিস সম্পর্কে ম্যাচের পর বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, "মাঠের প্রস্তুতি নিয়ে কখনও ভাবি না। আমার কাছে মানসিক প্রস্তুতিটাই আসল। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। যতক্ষণ শারীরিকভাবে সুস্থ এবং মানসিক তীক্ষ্ণতা রয়েছি, ততক্ষণ জানি আমি ঠিক আছি। ম্যাচের আগের দিনও বিশ্রামে কাটিয়েছি। মাথায় রাখতে হবে, আমার বয়স এখন ৩৭। রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এইভাবেই এতদিন খেলে এসেছি। আর এখন তো শুধু একটা ফরম্যাটেই দেশের হয়ে খেলি।"

এই ওয়ানডে সিরিজ শুরুর দিন দু'য়েক আগেই রাঁচি এসেছিলেন বিরাট। ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলেন। এই ব্যাপারে বিরাট বলেন, "আমি রাঁচির পরিবেশটা বুঝতে চেয়েছিলাম।" এদিনের ইনিংস সম্পর্কে বিরাট বললেন, "পিচ ভালো ছিল। ২০-২৫ ওভার একটু ধরে খেলেছি। পরের দিকে পিচ একটু মন্থর হয়ে গিয়েছিল। চেষ্টা করেছি, খেলাটা উপভোগ করার। শুরুটা ভালো হলে এবং পরিস্থিতি বুঝে নিতে পারলে বাকি কাজগুলি সহজ হয়ে যায়। এক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগে।” রাঁচিতে পাঁচ ইনিংসে এটা বিরাটের তৃতীয় সেঞ্চুরি।

জাতীয় নির্বাচক কমিটি মনে করেন, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেললে বিরাটের প্রস্তুতি আরও ভালো হত। এই প্রসঙ্গে বিরাট তাঁর দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিয়েছেন। তাঁর বক্তব্য, “যদি আপনি খেলাটার সঙ্গে যুক্ত থাকেন, অনুশীলনে আপনি ভালো শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু'ঘণ্টা ব্যাট করতে পারেন, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। মোদ্দা কথা হল, খেলাটাকে আপনি কতটা উপভোগ করতে পারছেন, সেটাই আসল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় একমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি।
  • একইসঙ্গে ওয়ানডে কেরিয়ারে ৫২তম শতরানটিও করলেন।
  • রাঁচিতে অনবদ্য ধ্রুপদী ইনিংস উপহার দেওয়ার পর বিরাট কোহলি জানিয়ে দিলেন, তিনি কখনও অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাসী নন।
Advertisement